মোহনবাগান (Mohun Bagan) ছেড়ে প্রবীর দাস (Prabir Das) এই মরশুমেই বেঙ্গালুরু এফসিতে (Bengaluru FC) সই করেছেন। আর এবারেই ফাইনালে উঠে গিয়েছে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য প্রবীর। মোহনবাগান ছাড়ার পরও নিজেকে প্রমাণ করে চলেছেন বাংলার ফুটবলার। শনিবার ফাইনাল ম্যাচে নামছে দুই দল। তার আগের রাতেও শুটিং-এ ব্যস্ত প্রবীরের গার্লফ্রেন্ড গীতশ্রী রায় (Geetashree Roy)। ভীষণ ব্যস্ততার মধ্যে সময় কাটছে ছোট পর্দার অভিনেত্রীর। শনিবার সকালে ফাইনাল দেখতে গোয়া উড়ে যাবেন গীতশ্রী। তার আগে bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে ফাইনালের আগের টেনশন নিয়ে মুখ খুললেন তিনি।
'প্রবীর একজন সৈনিক'
রাত পোহালেই ফাইনাল। সেই ম্যাচে নামার আগে টেনশনে ভুগতে রাজি নন প্রবীরের বান্ধবী। তিনি বলেন, 'প্রবীর ভাল খেলছে। আশা করব, ফাইনালেও ভাল খেলবে। ও একজন সৈনিকের মতো খেলবে। এমনটাই আশা করি।' নিজেকে প্রমাণ করার তাগিদ নিয়েই মাঠে নামবেন প্রবীর? প্রশ্ন করতেই উত্তর এল, 'নতুন করে প্রমাণ করার কিছু নেই। পরপর ভাল ম্যাচ খেলছে ও। একটা ম্যাচে তো ও হিরো অফ দ্য ম্যাচ পুরস্কারও পেয়েছে।' মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ। খেলতে নামার আগে কি আলাদা তাগিদ অনুভব করছেন প্রবীর? গীতশ্রী উত্তর দেন, 'আলাদা কিছু নয়। চাপ বাড়াতে চাই না। ও ভালো খেলছে। মোহনবাগানের প্রচুর সমর্থক ওকে ভালোবাসে। তাই নতুন করে কিছু তাগিদ অনুভব করার নেই। এটা একেবারেই আলাদা একটা ম্যাচ হিসেবে দেখছি।'
মোহনবাগান না বেঙ্গালুরু কাকে সমর্থন করছেন গীতশ্রী?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গীতশ্রী যদিও এই প্রশ্ন এড়িয়ে গিয়েছেন। ঠিক যে ভাবে প্রবীর বিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে সুনীলদের জন্য গোলের বল বাড়ান, ঠিক সেভাবেই গীতশ্রী বলেন, 'যারা ভাল খেলবে তারাই জিতবে।' ইতিমধ্যেই ডুরান্ড কাপ জিতে মরশুম শুরু করেছে বেঙ্গালুরু। এবার ফের তাদের সামনে ভারত সেরা হওয়ার সুযোগ। টেনশন হচ্ছে গীতশ্রীর? যদিও সেই প্রশ্নও দক্ষ ডিফেন্ডারের মতো উত্তর দিলেন তিনি। গীতশ্রী বলেন, 'টেনশনের কিছুই নেই, এটা আরও একটা ম্যাচ। যারা ভালো খেলবে তারাই জিতবে। ব্যাস। এর বেশি কিছু নয়।'
শনিবার গোয়ার মাটিতে মুখোমুখি হবে মোহনবাগান ও বেঙ্গালুরু। তিন বছরে একটাও ট্রফি জিততে পারেনি মোহনবাগান। অন্যদিকে টানা ১১ ম্যাচ জিতে ফাইনালে উঠে এসেছেন সুনীল ছেত্রীরা। কারা হাসবেন শেষ হাসি? প্রতিক্ষায় গোটা বাংলা।