Advertisement

Team India: দ্রাবিড়ের কথায় রাহুল-শ্রেয়াসের ফেরার ইঙ্গিত, খেলবেন এশিয়া কাপে ?

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ভারতীয় দলের (Team India) দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) ও শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তবে দুই ব্যাটারই ফিরতে পারেন এবারের এশিয়া কাপে। এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।

কেএল রাহুল ও শ্রেয়াস আইয়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2023,
  • अपडेटेड 6:31 PM IST

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ভারতীয় দলের (Team India) দুই তারকা ক্রিকেটার কেএল রাহুল (KL Rahul) ও শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তবে দুই ব্যাটারই ফিরতে পারেন এবারের এশিয়া কাপে। এমনটাই ইঙ্গিত দিয়ে রাখলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।
দ্রাবিড় বলেন, ‘চোট সারিয়ে কিছু ক্রিকেটার দলে ফিরবে। এশিয়া কাপে সুযোগ দেওয়া হবে তাদের। ২৩ অগস্ট থেকে আমাদের ক্যাম্প শুরু হবে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এক সপ্তাহের ক্যাম্প হবে এশিয়া কাপের আগে। সেই সময় চোট থেকে ফেরা ক্রিকেটারদের দেখে নেওয়া হবে।‘ আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চোট সারিয়ে ফিরছেন যশপ্রীত বুমরা। তাঁকেই ক্যাপ্টেন করা হয়েছে এই সফরে। ১৮ অগস্ট থেকে শুরু হবে সেই সিরিজ়। এশিয়া কাপের দলেও রাখা হতে পারে তাঁকে। তবে এটা তো মোটামুটি জানাই ছিল। তা হলে কি শ্রেয়াস আইয়ার ও রাহুলের ফেরার ইঙ্গিতই দিতে চাইলেন টিম ইন্ডিয়ার কোচ? 
এশিয়া কাপের প্রস্তুতির জন্য ২৩ আগস্ট বেঙ্গালুরুতে পৌঁছে যাবেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। বিরাট কোহলিও সোশ্যাল মিডিয়ায়, এক ভক্তের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন। এশিয়া কাপের আগে ভারতীয় শিবিরে যোগ দেবেন ক্রিকেটারেরা। সেখান থেকেই শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হবেন তাঁরা। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। 
সম্প্রতি মুম্বইয়ে এক অনুষ্ঠানে রোহিত বলেন, মিডল অর্ডারে ধারাবাহিক ভাবে ভালো খেলার মতো ক্রিকেটার পায়নি দল। অনেক ব্যাটারকে নিয়েই পরীক্ষা করা হয়েছে। কিন্তু কেউ এখনও দলকে ভরসা দিতে পারেনি। পাশাপাশি চার নম্বরে ভারতীয় দলকে ভরসা জুগিয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে তিনি এতদিন খেলতে না পারায়, সমস্যায় পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। এশিয়া কাপে কেকেআর ক্যাপ্টেন ফিরে এসে ভারতের মিডল অর্ডারের হাল ধরতে পারেন কিনা সেটাই এখন দেখার।
সামনেই বিশ্বকাপ। ফলে, এমনটা হলে লাভ হবে ভারতীয় দলেরই। যদিও রাহুল দ্রাবিড় নিশ্চিত করে কোনও ক্রিকেটারের নামই বলেননি।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement