Advertisement

India-Pakistan: রবি শাস্ত্রীকে স্যুইমিং পুলে ফেলেছিলেন পাক ক্রিকেটাররা, কেন জানেন?

এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তানের (Pakistan) ভারতে (India) খেলতে আসা নিয়ে জটিলতা অব্যহত। এখনও ঠিক হয়নি কোন দেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বিসিসিআই (BCCI) আর পিসিবি-র কর্তাদের মধ্যে যতই দর কষাকশি চলতে থাকুক, দুই দলের ক্রিকেটাররা কিন্তু একে অপরকে দারুণ ভালোবাসেন, শ্রদ্ধা করেন।

রবি শাস্ত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2023,
  • अपडेटेड 7:35 PM IST
  • হোলি উদযাপন করেছিলেন ভারত-পাক ক্রিকেটারার
  • রবি শাস্ত্রীকে স্যুইমিং পুলে ফেলেছিলেন পাক ক্রিকেটাররা

এশিয়া কাপে (Asia Cup 2023) পাকিস্তানের (Pakistan) ভারতে (India) খেলতে আসা নিয়ে জটিলতা অব্যহত। এখনও ঠিক হয়নি কোন দেশে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। বিসিসিআই (BCCI) আর পিসিবি-র কর্তাদের মধ্যে যতই দর কষাকশি চলতে থাকুক, দুই দলের ক্রিকেটাররা কিন্তু একে অপরকে দারুণ ভালোবাসেন, শ্রদ্ধা করেন।

যদিও যখন নিয়মিত ভারত-পাকিস্তান সিরিজ হত, সেই সময়কার মজাদার এক গল্প এক সাক্ষাৎকারে তুলে ধরেন প্রাক্তন পাক ক্রিকেটার জাভেদ মেয়াদাদ। ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে হোলি খেলেছিলেন তাঁরা। হোটেলের মধ্যেই চলে হোলি সেলিব্রেশন। এরপর দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, দু দেশের খেলোয়াড়দের মধ্যে কিন্তু সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতা।কিন্তু মাঠের বাইরে তাঁরা একে অপরের বন্ধু। আর এর প্রতিফলন মাঝেমধ্যেই দেখা যায়। সম্প্রতি ক্রীড়া উপস্থাপক গৌতম ভিমানি পুরানো একটি ছবি শেয়ার করেছেন। ওই ছবি মুম্বইয়ের তাজ হোটেলে হোলি উদযাপনের ছবি।

রবি শাস্ত্রীকে স্যুইমিং পুলে ফেলে দিয়েছিলেন পাক ক্রিকেটাররা। তিনি নাকি লুকিয়ে ছিলেন। সেই জন্যই তাঁর সঙ্গে এমন কাজ করেন পাকিস্তান ক্রিকেটাররা। মেয়াদাদ বলেন, ‘গোটা হোটেলের সকলেই যখন হোলি খেলতে শুরু করে দিয়েছিলেন, তখন আমরা একে অপরের ঘরে ঢুকে রং দিতে থাকি। রবি শাস্ত্রী একটা ঘরে লুকিয়ে ছিল। আমরা ওর ঘরে ঢুকে ওকে কোলে করে তুলে পুলে ফেলে দিই। দারুণ মজা করেছিলাম।‘

রবি শাস্ত্রী

আরও পড়ুন: কুস্তিগীরদের হেনস্থা: 'বিরক্তিকর,' এবার নিন্দায় মুখর কপিল-গাভাস্কার-রজাররা

ভিমানি ট্যুইটার লিখেছেন, আমার সেরা ক্রিকেটীয় হোলি স্মৃতি। তাজ ওয়েস্ট এন্ডে ভারত ও পাক ক্রিকেটার দলের হোলি খেলা! সেই ছবি দেখে ক্রিকেটারদের চেনার উপায় নেই। প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রামকে দেখে চেনাই যাচ্ছে না। ১৯৮৭ সালে ভারত সফরে এসে হোলির উৎসবে মেতেছিলেন পাক ক্রিকেটাররা।

Advertisement

আরও পড়ুন: সেলফির আবদার করা ভক্তের প্রেমে টেনিস সুন্দরী, কে সেই লাকি ম্যান?

পরে এই ছবি রিট্যুইটও করেন আক্রামও। ভারত ও পাকিস্তানের এই টানাটানির মধ্যে ক্ষতিগ্রস্থ হচ্ছে ক্রিকেট। এমনটাই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট তারকা। তবে পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন অচিরেই এই সম্পর্ক ঠিক হয়ে যাবে। কারণ, এশিয়া কাপ ও বিশ্বকাপের পর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে এই সমস্যার সমাধান হওয়া খুবই জরুরী। 


এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘এই বিষয়টা জয় শাহের এক্তিয়ারের বাইরে। তাঁকে দোষ দিয়ে লাভ নেই। ভারত সরকার যদি টিম ইন্ডিয়াকে খেলতে আসতে না দেয়, তা হলে তাঁর কী করার আছে? তিনি তো পাকিস্তানেই এশিয়া কাপ আয়োজন করার কথা বলেছেন। শুধু তাই নয়, এর পরের বছরে ভারতে ভোট রয়েছে। আশা করি তারপরে এই সমস্যার সমাধান হয়ে যাবে।‘ যদিও এশিয়া কাপের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।     
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement