চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া (India vs Australia)। প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। শেষ দুই টেস্ট ম্যাচে দলে থাকলেও সহ-অধিনায়ক পদ হারিয়েছেন কেএল রাহুল (KL Rahul)। কাউকেই এই দুই টেস্টের জন্য সহ অধিনায়ক করা হয়নি। লাগাতার খারাপ ফর্মের জন্য রাহুলকে বাদ দেওয়ার দাবি উঠছে নানা মহলে।
এবার এই ব্যাপারে মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। রবি শাস্ত্রী মনে করেন ঘরের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে সহ-অধিনায়কের পদ থাকা উচিত নয়, কারণ দলের ডেপুটি লিডার ফর্মে না থাকলে এটা দলের ওপর খারাপ প্রভাব ফেলে।
রাহুলের জায়গায় দলে আসতে পারেন শুভমন গিল (Subhman Gill)। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, 'শুভমান গিলকেও শেষ দুই টেস্টে সুযোগ দেওয়া উচিত। টিম ম্যানেজমেন্ট রাহুলের ফর্ম দেখছে, পাশাপাশি দলের বাইরে বসে থাকা শুভমান গিলকে নিয়েও নিশ্চয়ই ভাবনা-চিন্তা চলছে।'
আরও পড়ুন: বল করতে গিয়েই হৃদরোগে আক্রান্ত, প্রিয় ক্রিকেটই কাড়ল প্রাণ
প্রাক্তন কোচ বলেন, 'আমি মনে করি টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক থাকাই উচিত নয়। ম্যাচের যে কোনো সময় অধিনায়ককে যদি মাঠ ছাড়তে হয়, তাহলে দলের যে কোনোও খেলোয়াড় দায়িত্ব নিতে পারে। সহ-অধিনায়ক ফর্মে না থাকলে তাঁর জায়গা নিতে পারে অন্য কেউ। ঘরের মাঠে সহ-অধিনায়কের প্রয়োজন নেই, এমনটা বিবেচনা করা যেতে পারে।'
আরও পড়ুন: কলকাতায় পৃথ্বী-ইশান্তদের হাতে ধরে শেখাচ্ছেন সৌরভ, গুরুর ভূমিকায় মহারাজ
কেএল রাহুল বারে বারে ব্যর্থ হচ্ছেন। লড়াই করতে হচ্ছে তাঁকে। ফলে টিম ইন্ডিয়াতে তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma), কেএল রাহুলকে সমর্থন করেছেন। পাশাপাশি ভারতের ওপেনারের প্রতি বিশ্বাস রাখার কথা বলেছেন তাঁরা। অনেক প্রাক্তন ক্রিকেটার যদিও অনেকদিন ধরেই দাবি করেছেন, কেএল রাহুলের জায়গায় শুভমান গিলকে সুযোগ দেওয়া উচিত।
বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্ট সিরিজ
• ১ম টেস্ট - ভারত ইনিংস ও ১৩২ রানে জিতেছে
• ২য় টেস্ট - ভারত ৬ উইকেটে জিতেছে
• ৩য় টেস্ট - ১ থেকে ৫ মার্চ, ইন্দোর
• চতুর্থ টেস্ট- ৯ থেকে ১৩ মার্চ, আমদাবাদ