Advertisement

Ravichandran Ashwin: 'ওর জন্য জীবন দিতে পারি...' কাকে নিয়ে এমন বললেন অশ্বিন?

টেস্টে ৫০০ উইকেট নেওয়ার আনন্দে যখন বুঁদ হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), ঠিক তখনই আসে মায়ের অসুস্থতার খবর। রাজকোট টেস্টের দ্বিতীয় দিনের শেষেই বাড়ি ফেরত যান ভারতীয় দলের (Team India) তারকা ক্রিকেটার। মা অসুস্থ জানতে পেরে চোখের জল আর ধরে রাখতে পারেননি এই অফস্পিনার।

রবিচন্দ্রন অশ্বিন এবং রোহিত শর্মা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Mar 2024,
  • अपडेटेड 10:57 AM IST
  • রাজকোট টেস্ট চলাকালীন অসুস্থ হন অশ্বিনের মা
  • দ্বিতীয় দিনের ম্যাচের পরেই বাড়ি ফেরেন অশ্বিন

টেস্টে ৫০০ উইকেট নেওয়ার আনন্দে যখন বুঁদ হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin), ঠিক তখনই আসে মায়ের অসুস্থতার খবর। রাজকোট টেস্টের দ্বিতীয় দিনের শেষেই বাড়ি ফেরত যান ভারতীয় দলের (Team India) তারকা ক্রিকেটার। মা অসুস্থ জানতে পেরে চোখের জল আর ধরে রাখতে পারেননি এই অফস্পিনার।

মায়ের অসুস্থতার খবরে বিছানায় বসে কাঁদতে শুরু করে দেন অশ্বিন। সেই সময়ই তাঁর ঘরে আসে দলের ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) ও কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। রোহিত, অশ্বিনকে এভাবে বসে থাকতে দেখে বলেন, 'তুমি এখনও এখানে বসে কী করছ? এখনই চেন্নাই চলে যাও।' সেদিনের কথা নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরেছেন অশ্বিন। 

অশ্বিন বলেন, 'রোহিতের ওই মনোভাব দেখে আমি কথা হারিয়ে ফেলেছিলাম। আমাদের দলের এক ফিজিওকেও আমার সঙ্গে চেন্নাই পাঠানো হয়েছিল। রোহিত ওকে বার বার ফোন করে আমার খোঁজ নিয়েছে।’ অধিনায়কের এই মানসিকতায় মুগ্ধ অশ্বিন আরও বলেন, ‘রোহিতের মনোভাব দেখে সত্যিই আপ্লুত হয়ে পড়ি। ওর মধ্যে আমি এক অসাধারণ নেতাকে দেখতে পাচ্ছি। ও খুবই দয়ালু মনের ছেলে। যে কারণে পাঁচটি আইপিএল (IPL) ট্রফি-সহ ঈশ্বর ওকে অনেক কিছু দিয়েছেন। প্রার্থনা করি, রোহিত যেন জীবনে আরও বেশি কিছু পায়। ওর জন্য জীবন দিতে পারি।’ তৃতীয় দিনে আর খেলতে নামেননি অশ্বিন। চেন্নাই ফিরে যাওয়ার জন্য চাটার্ড বিমানের ব্যবস্থা করে দেন চেতেশ্বর পূজারা। সে কারণে ভারতের মিডল অর্ডার ব্যাটারকেও ধন্যবাদ জানিয়েছেন অশ্বিন।

অশ্বিন বলেন, 'সেই সময় আমি বাড়ি ফেরার জন্য কোনও ফ্লাইট পাচ্ছিলাম না। পূজারা অনেক জায়গায় ফোন করে চাটার্ড  ফ্লাইটের ব্যবস্থা করে দেয়। সেটাতে চেপেই ২ ঘন্টায় আমি বাড়ি পৌঁছেছি। তাই ওকেও অনেক ধন্যবাদ।'   

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। তবে এই সিরিজে ভারতীয় দলের হয়ে সেরা পারফর্ম করেছেন যশস্বী জয়সওয়াল। পাঁচ ম্যাচে মোট ৭১২ রান করে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। আইসিসির মাসের সেরা ক্রিকেটারও হয়েছেন তিনি।      

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement