Advertisement

World Cup 2023: বিশ্বকাপে বুমরা? ভারতীয় দলের ক্রিকেটার দিলেন অন্দরের খবর

চোটের কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে ভারতের তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পিঠে চোট লেগেছিল তাঁর হয়েছে অস্ত্রোপচারও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে (NCA) রিহ্যা)বও করছেন তিনি। তবে কবে ফিরবেন ভারতীয় দলের ফাস্ট বোলার? এই বছরেই রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। তার আগে এশিয়া কাপও (Asia Cup 2023) খেলবে ভারতীয় দল (Team India)। এই দুই টুর্নামেন্টে কী খেলতে পারবেন ডান হাতি ফাস্ট বোলার?  

জসপ্রীত বুমরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2023,
  • अपडेटेड 7:27 PM IST
  • বিশ্বকাপে খেলবেন বুমরা?
  • ভারতীয় দলে ফিরবেন চোট পাওয়া ক্রিকেটার?

চোটের কারণে অনেকদিন ধরেই মাঠের বাইরে ভারতের তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পিঠে চোট লেগেছিল তাঁর হয়েছে অস্ত্রোপচারও। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীতে (NCA) রিহ্যা)বও করছেন তিনি। তবে কবে ফিরবেন ভারতীয় দলের ফাস্ট বোলার? এই বছরেই রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। তার আগে এশিয়া কাপও (Asia Cup 2023) খেলবে ভারতীয় দল (Team India)। এই দুই টুর্নামেন্টে কী খেলতে পারবেন ডান হাতি ফাস্ট বোলার?  


ক্রিকেট বোর্ডের (BCCI) কর্তা চাইছেন আসন্ন এশিয়া কাপ এবং ভারতে হতে চলা একদিনের বিশ্বকাপে বুমরাহকে সম্পূর্ণ ফিট করে মাঠে নামতে। সম্প্রতি জানা গিয়েছে দ্রুত সুস্থ উঠছেন বুমরাহ। এনসিএ-তে দিনে ৭ ওভার বল করছেন এবং তিনি কয়েকটি অনুশীলন ম্যাচ খেলবেন। আর বুমরাহকে নিয়ে বড় আপডেট দিলেন তাঁরই দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। নিজের ইউটিউব চ্যা নেলে ভারতীয় পেসারের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন তিনি। এ নিয়ে অশ্বিন বলেন,’ আমার আশা, এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে বুমরাকে দেখতে পাব। আশা করি, ও শুধু নয়, প্রসিদ্ধ কৃষ্ণকেও দেখতে পাব এবারের বিশ্বকাপে।‘ 

রবিচন্দ্রন অশ্বিন

ভারত-পাক ম্যাচ ঘিরে যে উত্তেজনার পারদ চড়বে তা ভালভাবেই জানেন অশ্বিন। তিনি বলেন, ‘আইসিসি ইভেন্টে ভারত এবং পাকিস্তানের মধ্যে শেষ কয়েকটি ম্যাচ অসাধারণ ছিল। আমি মনে করি, আমরা আরও একটি ব্লকবাস্টার ভারত-পাকিস্তান খেলা দেখতে পাব। এটি খুবই ভারসাম্যপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। কারণ পাকিস্তানেরও একটি মানসম্পন্ন সিম আক্রমণ রয়েছে। ভারতের জন্য, স্পষ্টতই, আমরা বুমরাহ, এমন কী প্রসিধ কৃষ্ণাকেও পাব বলে আশা করছি। এঁরা ফিট হয়ে উঠবে তত দিনে। আমি জানি না, কী টিম হবে। তবে সব মিলিয়ে একটা দারুণ প্রতিযোগিতা হতে চলেছে।’ 

Advertisement

১৫ অক্টোবর একদিনের বিশ্বকাপের ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সেই ম্যািচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনায় ফুটছে ক্রিকেটপ্রেমীরা। এই ম্যাপচ নিয়ে কথা বলেন অশ্বিন। তিনি বলেন, ‘আমি যে খেলাটির কথা বলতে চাই সেটি হল, ১৫ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। অবশ্যই এটি নিয়ে উত্তেজনা তুঙ্গে থাকবে। সব টিকিট বিক্রি হয়ে যাবে। এমনকী ২০১১ বিশ্বকাপেও আহমেদাবাদে দারুণ খেলা হয়েছিল। এই মাঠকে তখন মোতেরা স্টেডিয়াম বলা হত, যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছিল এবং অজিদের হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। আমরা পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলাম এবং সেই বিশ্বকাপে জিতেছিলাম।‘
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement