Advertisement

IPL 2022: RCB-র অধিনায়ক হলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফাফ ডু প্লেসিসের রেকর্ডের দিকে তাকালে দেখা যায়, চেন্নাই সুপার কিংসের হয়েই সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ফাফ ডু প্লেসিস। আইপিএল কেরিয়ারে মোট ১০০টি ম্যাচ খেলেছেন, ২৯৩৫ রান করেছেন তিনি। ফাফ ২২টি অর্ধশতরান করেছেন, যেখানে তাঁর গড় ৩৪.৯৪।

ফাফ ডু প্লেসিকে অধিনায়ক করল RCBফাফ ডু প্লেসিকে অধিনায়ক করল RCB
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Mar 2022,
  • अपडेटेड 7:22 PM IST
  • আইপিএলের আগে আরসিবির বড় ঘোষণা
  • আরসিবি-র নতুন অধিনায়ক নিযুক্ত হলেন ফাফ ডু প্লেসিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2022) মরশুম শুরু হওয়ার আগে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) একটি বড় ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ফাফ ডু প্লেসিকে (Faf du Plessis) অধিনায়ক ঘোষণা করেছে আরসিবি। শনিবার বড় ইভেন্টে দলটি এই ঘোষণার পাশাপাশি লঞ্চ করেছে নতুন জার্সি।

বিরাট কোহলি (Virat Kohli) গত মরশুম অবধি এই দলের নেতৃত্ব নিচ্ছিলেন, কিন্তু গত বছরেই তিনি অধিনায়কত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে এখন ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে নতুন মৌসুমে নামবে আরসিবি। মেগা নিলামে ফাফ ডু প্লেসিসকে ৭ কোটি টাকায় কিনেছে আরসিবি।

বেঙ্গালুরুতে লাইভ ইভেন্টে নতুন অধিনায়ক ঘোষণা করায় ভিড় জমিয়েছিলেন আরসিবি ভক্তরা। এখানে বিরাটকে অধিনায়ক করার দাবি জানাচ্ছিলেন ভক্তরা। RCB ইতিমধ্যেই তাদের কিংবদন্তি খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্সকে পরামর্শদাতা হিসাবে নিয়োগের ঘোষণা করেছিল।

আরও পড়ুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফাফ ডু প্লেসিসের রেকর্ডের দিকে তাকালে দেখা যায়, চেন্নাই সুপার কিংসের হয়েই সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ফাফ ডু প্লেসিস। আইপিএল কেরিয়ারে মোট ১০০টি ম্যাচ খেলেছেন, ২৯৩৫ রান করেছেন তিনি। ফাফ ২২টি অর্ধশতরান করেছেন, যেখানে তাঁর গড় ৩৪.৯৪।

আরসিবির অধিনায়ক কে কে হয়েছেন?

বিরাট কোহলি - মোট ম্যাচ ১৪০টি, জিতেছে ৬৪টি, হেরেছে ৬৯টি
অনিল কুম্বলে - মোট ম্যাচ ২৬টি, জিতেছে ১৫টি, হেরেছে ১১টি
ড্যানিয়েল ভেট্টোরি - মোট ম্যাচ ২২টি, জিতেছে ১২টি, হেরেছে ১০টি
রাহুল দ্রাবিড় - মোট ম্যাচ ১৪টি, জিতেছে ৪টি, হেরেছে ১০টি
কেভিন পিটারসেন - মোট ম্যাচ ৬টি, জয় ২টি, হেরেছে ৪টি
শেন ওয়াটসন - মোট ম্যাচ ৩টি, জিতেছে ১টি, হার ২টি

উল্লেখযোগ্যভাবে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত কোনও আইপিএল শিরোপা জিততে পারেনি। এমতাবস্থায় এখন দল আশা করবে নতুন অধিনায়কের নেতৃত্বে শিরোপার খরার অবসান ঘটাবে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement