Advertisement

Rishabh Pant Health Update: সুস্থ হচ্ছেন পন্ত, কবে ছাড়া পাচ্ছেন হাসপাতাল থেকে?

হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন ভারতের (Team India) উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant)। এই সপ্তাহেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ভারতের উইকেটকিপার ব্যাটার। তবে এখনই মাঠে নামা হচ্ছে না তাঁর। তবে বিসিসিআই সূত্রের খবর কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার।

ঋষভ পন্ত
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Jan 2023,
  • अपडेटेड 11:04 AM IST
  • চলতি সপ্তাহে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন পন্ত
  • খবর বিসিসিআই সূত্রে

হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন ভারতের (Team India) উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত (Rishabh Pant)। এই সপ্তাহেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ভারতের উইকেটকিপার ব্যাটার। তবে এখনই মাঠে নামা হচ্ছে না তাঁর। তবে বিসিসিআই সূত্রের খবর কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ভারতের তারকা ক্রিকেটার।

গত ৩০ ডিসেম্বর ভোরে দিল্লি থেকে রুরকিতে নিজের বাড়িতে গাড়ি করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্ত। গুরুতর আহত হওয়ায় তাঁকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর তাঁর চিকিৎসার দায়িত্ব নেয় বিসিসিআই। তাঁকে এয়ারলিফট করে মুম্বই নিয়ে আসা হয়। গ্রিন করিডোর তৈরি করে বিমানবন্দর থেকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় পন্তকে।

আরও পড়ুন: দ্বিতীয় টি২০ ম্যাচে জিতেও সমালোচনার মুখে হার্দিক, কেন?

বিসিসিআইয়ের (BCCI) এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে বলেছেন, 'তাঁর স্বাস্থ্যের আরও উন্নতি হয়েছে। মেডিক্যাল টিমের পক্ষ থেকে একটি সুখবর এসেছে। প্রথম অস্ত্রোপচার সফল হয়েছে। চলতি সপ্তাহেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।'

সেই আধিকারিক আরও বলেছেন, 'এক মাসের মধ্যে আরও একটি অস্ত্রোপচার করতে হবে পন্তের। দ্বিতীয় অস্ত্রোপচার কখন করা হবে তা কেবলমাত্র ডাক্তারই সিদ্ধান্ত নেবেন। বিসিসিআই-এর মেডিক্যাল টিম চিকিৎসক ও হাসপাতাল ব্যবস্থাপনার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। কিছুদিনের মধ্যেই তিনি মাঠে ফিরবেন বলে আশা করছি।'

আরও পড়ুন: T20-তে হিট, ওয়ানডে-তে ফ্লপ, সূর্যকুমারের এই হাল কেন?

২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশ সফরের পরে, ঋষভ পন্ত বড়দিন উদযাপন করতে সরাসরি দুবাই গিয়েছিলেন। এখানে তিনি প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) সঙ্গে বড়দিনের উৎসব উদযাপন করেন।  এর পরে, ঋষভ পন্ত দেশে ফিরে আসেন এবং দিল্লি থেকে নিজের শহর রুরকিতে গাড়ি করে যাচ্ছিলেন। সেই সময়ই ভোরের দিকে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। পন্ত গাড়িতে একাই ছিলেন। ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি উল্টে যায়। উইন্ডস্ক্রিন ভেঙে বেরিয়ে আসেন পন্ত। এরপরেই তাঁর গাড়িতে আগুন ধরে যায়। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement