
ভারতের হয়ে বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে (Mahendra Singh Dhoni) অনেক নামে ডাকেন ক্রিকেটপ্রেমী ও তাঁর সতীর্থরা। যার মধ্যে অন্যতম জনপ্রিয় 'মাহি' নামটা। ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ জয়ী দলে ধোনির অধিনায়কত্বে খেলেছেন রবিন উথাপ্পা (Rohin Uthappa)। তারপর কেটে যায় অনেকটা সময়। ২০২২ সালে দীর্ঘ ১৩-১৪ বছর পরে ফের চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) একসঙ্গে আইপিএল (IPL) খেলতে দেখা যায় দুই জনকে। ২০২২ সালে আইপিএল-এর মেগা নিলামে উথাপ্পাকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। দলে যোগ দেওয়ার পর ধোনিকে কী নামে ডাকবেন উথাপ্পা, তা বুঝে উঠতে পারছিলেন না। দলের সকলেই তাঁকে মাহি ভাই বা মাহি স্যার বলে ডাকেন। এমন পরিস্থিতিতে তিনি কী নামে ডাকবেন তা বুঝতে পারছিলেন না উথাপ্পা।
তবে এই সমস্যার সমাধান করে দেন মাহি নিজেই। উথাপ্পা বলেন, '' বুঝতে পারছিলাম না কী বলে ডাকব? এমন সময় ও নিজেই এসে বলে, এর মধ্যে ভাবার কিছু নেই। তোমার যা ইচ্ছে সেই নামে ডাকতে পার। তার পর থেকে আমিই সিএসকে দলের একমাত্র ক্রিকেটার যে ধোনিকে 'মাহি' বলেই ডাকা শুরু করি।''
ধোনি কতটা মাটির মানুষ তা বোঝাতে গিয়েই এক সাক্ষাৎকারে এমন কথা জানান উথাপ্পা। তিনি আরও বলেন, ''ধোনি আমায় বলে, আমি আগেও যেমন ছিলাম এখনও তেমনই রয়েছি। তাই যে নামে খুশি ডাকতে পার।''২০২০ সালের ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ধোনি। যদিও চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিত আইপিএল খেলছেন তিনি।
এই মরশুমে উথাপ্পা করেছেন ২৩০ রান
আইপিএল ২০২২ মরশুমে, রবীন্দ্র জাদেজাকে (Ravindhra Jadeja) শুরু থেকেই চেন্নাই দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু ৮ ম্যাচের মধ্যে ৬টি হেরে যাওয়ার পর জাদেজা নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেন। ফলে ফের ধোনির হাতে তুলে দেওয়া হয় অধিনায়কত্বের ব্যাটন। এই মরশুম শেষে চেন্নাই দলটি ৯ নম্বরে ছিল। তবে দারুণ ব্যাট করেছিলেন রবিন উথাপ্পা। ১২টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। যেখানে দুটি অর্ধ শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। গোটা মরশুমে মোট ২৩০ রান করেন তিন। সেখানে ধোনি ১৪ ম্যাচে ২৩২ রান করেছেন।