Advertisement

Kapil Dev: ডিফেন্সিভ নয়, বাজবলের পক্ষে সওয়াল কপিলের, টিম ইন্ডিয়াও কী...

আরও আগ্রাসী ক্রিকেট খেলুক ভারতীয় দল। এমনটাই চাইছেন ভারতকে প্রথমবার বিশ্বকাপ এনে দেওয়া কপিল দেব। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে একদিনের বিশ্বকাপ। আর তার আগেই রোহিত শর্মাদের এমন পরামর্শ দিয়েছেন কপিল। 

কপিল দেব ও টিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Aug 2023,
  • अपडेटेड 4:02 PM IST

আরও আগ্রাসী ক্রিকেট খেলুক ভারতীয় দল। এমনটাই চাইছেন ভারতকে প্রথমবার বিশ্বকাপ এনে দেওয়া কপিল দেব। কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে একদিনের বিশ্বকাপ। আর তার আগেই রোহিত শর্মাদের এমন পরামর্শ দিয়েছেন কপিল। 


ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন, ইংল্যান্ড এখন যে ধরনের ক্রিকেট খেলছে। সেটাই অনুসরন করার পরামর্শ দিলেন কপিল। এক অনুষ্ঠানে এসে কপিল বলেন, ‘বাজবল দুর্দান্ত। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ অন্যতম সেরা। আমার মতে, ক্রিকেট এভাবেই খেলা উচিত। রোহিত শর্মা (Rohit Sharma) বেশ ভাল। তবে ওকে আরও বেশি আগ্রাসী হতে হবে।‘ ভারতীয় দলের কিংবদন্তি অলরাউন্ডার মনে করেন, টেস্ট ক্রিকেটেও সাফল্য পেতে হলে এমন ধরনের আক্রমণাত্মক ক্রিকেটই জরুরি। কপিল বলেন, ‘ইংল্যান্ড কী ভাবে খেলছে, সেটাই অনুসরণ করা উচিত। শুধুমাত্র আমরা নই, সবারই ফলো করা দরকার। সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশেরই এভাবেই চিন্তাভাবনা করা দরকার। ড্রয়ের জন্য খেলা উচিত নয়, ম্যাচ জেতাই প্রাধান্য পাওয়া উচিত।‘


৫ অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের ইতিহাসে প্রথম বারের মতো একা এই মেগা ইভেন্ট আয়োজন করতে চলেছে ভারত। স্বাভাবিক ভাবেই এটা ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। টিম ইন্ডিয়ার সামনেও আইসিসি-র শিরোপা না পাওয়ার খরা কাটানোর বড় লক্ষ্য সামনে থাকবে।


শেষ বার ২০১১ সালে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এবার তৃতীয় বারের মতো এই ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে দলের সামনে। এই মেগা ইভেন্টের বর্তমান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। বিশ্বকাপে ভারতের কতটা সুযোগ রয়েছে? ‘ওদের আগে সেরা চারে (সেমিফাইনাল) উঠতে হবে। এর পরে, যে কোনও কিছুই সম্ভব। সেমিফাইনাল পর্যায় থেকে আপনার ভাগ্যও সহায় হতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শীর্ষ চারে পৌঁছানো।’

Advertisement

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘কিন্তু চোট ভারতের প্রস্তুতি ব্যাহত করছে। চোট যে কোনও খেলোয়াড় জীবনের অংশ। তবে আমি মনে করি, ওরা (ভারতীয় দল) খুব বেশি ক্রিকেট খেলছে। এবার ওদের দল এবং খেলোয়াড়দের কতটা ক্রিকেট খেলানো ঠিক, সেটা নিয়ে ভাবতে হবে। ফিক্সচার কমিটির গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখা উচিত।’

 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement