Advertisement

Team India: বিশ্বকাপের আগেই দলের রোগ জানিয়ে দিলেন রোহিত, দাওয়াই কী?

বিশ্বকাপের আগে বেশ সমস্যায় টিম ইন্ডিয়া। মিডল অর্ডারে ধারাবাহিকতা না থাকায় বড় সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া। দলের সমস্যার কথা স্বীকার করে নিলেন খোদ ক্যাপ্টেন রোহিত শর্মা। মূলত চার নম্বরে কে ব্যাট করতে নামবেন তা নিয়েই সমস্যায় ভারতীয় দল। 

রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Aug 2023,
  • अपडेटेड 7:13 PM IST

বিশ্বকাপের আগে বেশ সমস্যায় টিম ইন্ডিয়া। মিডল অর্ডারে ধারাবাহিকতা না থাকায় বড় সমস্যায় পড়তে পারে টিম ইন্ডিয়া। দলের সমস্যার কথা স্বীকার করে নিলেন খোদ ক্যাপ্টেন রোহিত শর্মা। মূলত চার নম্বরে কে ব্যাট করতে নামবেন তা নিয়েই সমস্যায় ভারতীয় দল। 


এদিন মুম্বইয়ে এক অনুষ্ঠানে রোহিত বলেন, মিডল অর্ডারে ধারাবাহিক ক্রিকেটার পায়নি দল। অনেক ব্যাটারকে নিয়েই পরীক্ষা করা হয়েছে। কিন্তু কেউ এখনও দলকে ভরসা দিতে পারেনি। এই নিয়ে রোহিত বলেন,  ‘চার নম্বর ব্যাটার আমাদের দীর্ঘ দিনের সমস্যা। যুবরাজ সিং-এর পরে কেউ নিজের জায়গা পাকা করতে পারেনি।‘ ৫ অক্টোবর থেকে ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপ। এই হাইভোল্টেজ টুর্নামেন্টে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া টিম ইন্ডিয়া। দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই ভারতের ঝুলিতে। এবার সেই খরাই কাটাতে মরিয়া রোহিত শর্মারা। তবে বিশ্বকাপের আগে দলের মহা সমস্যা সামনে নিয়ে ভারত অধিনায়ক। 


মাঝে যদিও  ভারতীয় দলকে এই জায়গায় ভরসা দিয়েছিলেন শ্রেয়স আইয়র। তবে চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকায় তাঁকে নিয়েও সংশয়ের কালো মেঘ। কেকেআর ক্যাপ্টেনের ভারতীয় দলে ফেরা নিয়েও মুখ খোলেন রোহিত। 


ভারত অধিনায়কের মতে, চোটের ফলে বার বার তাঁদের মিডল অর্ডারে সমস্যা হয়েছে। এই নিয়ে তিনি বলেন, ‘শ্রেয়স অনেক দিন ধরে চার নম্বরে ভাল ব্যাট করছিল। কিন্তু চোট পেয়ে গেল। বড় চোট পাওয়ায় অনেক দিন বাইরে থাকতে হচ্ছে শ্রেয়স। গত ৪-৫ বছর ধরে এই সমস্যা হয়েছে আমাদের। অনেকে চোট পেয়েছে। ফলে বার বার নতুন ব্যাটারদের খেলাতে হয়েছে। কেউ জায়গা পাকা করতে পারেনি।‘
ফলে মিডল অর্ডার সমস্যায় জেরবার ভারতীয় দল। কীভাবে সেই সমস্যার সমাধান হবে তা যদিও এখনও জানা যায়নি। চার নম্বর জায়গাটা একদিনের ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ। সেই সমস্যা বিশ্বকাপের আগে কীভাবে কাটিয়ে ওঠে টিম ইন্ডিয়া সেটাই এখন দেখার।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement