Advertisement

Sachin Tendulkar: অঘটন! কমেডিয়ানের বলে আউট সচিন, VIRAL VIDEO

কমেডিয়ানের বলে আউট হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এটাকে অঘটন ছাড়া আর কী বলা যায়? এমনই ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা।  কমেডিয়ান ও বিগ বগ জয়ী মুনাওয়ার ফারুকির (Munawar Faruqui) বলে আউট হলেন সচিন। তা দেখে গোটা স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। তবে আনন্দে উৎসব করতে দেখা যায় মুনাওয়ারকে। 

সচিন ও ফারুকি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2024,
  • अपडेटेड 1:10 PM IST

কমেডিয়ানের বলে আউট হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। এটাকে অঘটন ছাড়া আর কী বলা যায়? এমনই ঘটনার সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা।  কমেডিয়ান ও বিগ বগ জয়ী মুনাওয়ার ফারুকির (Munawar Faruqui) বলে আউট হলেন সচিন। তা দেখে গোটা স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। তবে আনন্দে উৎসব করতে দেখা যায় মুনাওয়ারকে। 

থানেতে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। আর সেই টুর্নামেন্টের শুরুতে দেখা গেল এই দৃশ্য। প্রথম ম্যাচে মুখোমুখি হয় মাস্টার একাদশ ও খিলাড়ি একাদশ। মাস্টার একাদশকে নেতৃত্ব দিচ্ছিলেন সচিন। অন্যদিকে খিলাড়ি একাদশের ক্যাপ্টেন চিত্রতারকা অক্ষয় কুমার। তবে এই ম্যাচে সকলের নজর ছিল সচিনের ইনিংসের দিকে। সচিনের নিজের রাজ্যে ম্যাচটা হওয়ায় উন্মাদনা আরও বেশি ছিল। ম্যাচের পঞ্চম ওভার করতে আসেন ফারুকি। লেগ সাইডে বল খেলতে গিয়ে আউট হন সচিন।

কীভাবে আউট হলেন সচিন?   
গোটা টুর্নামেন্টই হবে টেনিস বলে। এই বল অনেক সময়ই পড়ার পরে অনেকটা বেশি বাউন্স করে। আর এক্ষেত্রেও সেটাই হয়েছে। সচিনের দীর্ঘদিন টেনিস বলে খেলার অভ্যাস না থাকাতেই আউট হতে হয়। লেগ সাইডে তিনি যখন বলটা খেলতে যান তখনই কিছুটা উপরে উঠে আসে। ব্যাটের লাগে বল। খিলাড়ি একাদশের এক প্লেয়ার সহজেই সেই ক্যাচ ধরে নেন। তবে সচিন আউট হওয়ার আগেই মাত্র ১৭ বলে ৩০ রান করে ফেলেন। তবে সচিনের আউট কখনই দেখতে কখনই ভালোবাসেন না সমর্থকরা। তাই তিনি আউট হতেই গোটা স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়। উইকেট নেওয়ার পর ফারুকি আনন্দ করলেও সকলেই বুঝতে পেরেছিলেন বরাতজোরে উইকেট পেয়েছেন তিনি। হাসিমুখে মাঠ ছাড়েন সচিনও।


এবার ইন্ডিয়ান্স স্ট্রিট প্রিমিয়ার লিগে মোট ৬টা দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে চেন্নাই সিংঘম, টাইগর্স অফ কলকাতা, ফ্যালকস রাইজার্স হায়দরাবাদ, ব্যাঙ্গালোর স্ট্রাইকার্স ও শ্রীনগর কা বীর।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement