মঙ্গলবারই গুয়াহাটিতে শ্রীলঙ্কার (India vs Sri Lanka 2nd ODI) বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) একটা রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ঘরের মাঠে একদিনের ক্রিকেটে ২০টি সেঞ্চুরি করে ফেললেন বিরাট। সচিনেরও ঘরের মাঠে ২০টি সেঞ্চুরির রেকর্ড ছিল। একদিনের ক্রিকেটে মোট ৪৫টি সেঞ্চুরি হয়ে গেল ভারতের প্রাক্তন অধিনায়কের। সচিনের সেঞ্চুরি সংখ্যা ৪৯। বিরাট কি পারবেন এই রেকর্ডও ভেঙে দিতে? বৃহস্পতিবার ইডেনে ম্যাচের আগে বিরাটের ইনিংসে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
বিরাট না সচিন কে এগিয়ে?
দক্ষিণ কলকাতায় একটি বহুজাতিক জুতা প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতকে নিয়ে যথেষ্ট আশাবাদী শোনালো সৌরভকে। ফের একবার প্রশংসা করলেন বিরাট কোহলির। তিনি বলেন, 'অসাধারণ ক্রিকেটার। সেটাই দেখা গেল।'মাঝখানে কোহলির অফ ফর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে সৌরভ বলেন, 'দীর্ঘদিন খেলার পর এরকম সময় যে কোন ক্রিকেটারের জীবনেই আসে। ৪৫ টি শতরান একদিনের ক্রিকেটে করা সহজ নয়।'' বিরাটের সেঞ্চুরির পরেই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে যায় একদিনের ক্রিকেটে কে সেরা? সচিন না বিরাট। এনিয়ে বাংলার মহারাজকে প্রশ্ন করা হলে উত্তর দিতে চাননি সৌরভ তিনি বলেন, 'এই ব্যাপারে আমি কিছু বলতে পারব না। খুব কঠিন একটা প্রশ্ন।'
দলের সঙ্গে আসেননি বিরাট
গুয়াহাটি থেকে গোটা দল বুধবার দুপুরেই কলকাতা চলে আসে। তবে মেয়ে ভামিকার জন্মদিনে উপস্থিত থাকতে মুম্বই উড়ে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কাল সকালেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বুধবার মেয়েকে নিয়ে দারুণ একটা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন বিরাট। সেখানে ভামিকার মুখ দেখা না গেলেও, কোলে মাথা দেওয়া এই ছবি আপলোড করে বিরাট লেখেন, '২ বছরে পড়ল আমার হার্টবিট।'
অনুশীলন করলেন না রোহিতরা
কলকাতায় চলে এলেও বুধবার অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। আগামীকাল সরাসরি মাঠে নামবে ভারতীয় দল। প্রথম একদিনের ম্যাচে ৬৭ রানে জয় পায় ভারতীয় দল।