ভারতীয় ক্রিকেট ইতিহাসে সৌরভ, সচিন, রাহুল দ্রাবিড় এখনও টাটকা। কারণ তাঁরা অন্যতম কিংবদন্তি ছিলেন ভারতীয় ক্রিকেটের। শুধু ছিলেন নয়, এখনও মাঠের বাইরে তাঁদের একই রকমের জনপ্রিয়তা। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, এনসিএ প্রধান রাহুল দ্রাবিড় ও সঙ্গে সচিন তেন্ডুলকর জড়িত বিভিন্ন ক্রিকেটের উন্নতি মূলক কাজের সঙ্গে।
আজকের দিনে ২০০২ সালে ভারতীয় ক্রিকেটের এই ট্রায়ো একটি অন্যতম নজির গড়েছিলেন ইংল্যান্ডের হেডিংলিতে। এই মুহূর্তে ভারতীয় দল ইংল্যান্ডের হেডিংলিতে। তাঁরা ২৫ আগস্ট থেকে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে, এই টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। তবে তার আগে ২০০২ সালের ২২ আগস্ট করা সচিন, সৌরভ, দ্রাবিড়ের রেকর্ডটা এখনও বেশ তাজা ক্রিকেট অনুরাগীদের মনে।
সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে হেডিংলিকে নিজের করে নেন ২২ আগস্ট, ২০০২ সালে। দুই দিনে ভারতের ইনিংস রান ছিল ৬২৮ রানে ৮ উইকেট। এবং ভারত এই ম্যাচ জেতে ইনিংস ও ৪৬ রানে।
একই ইনিংসে তিন ভারতীয় ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিলেন এই ম্যাচে। দ্রাবিড় দ্বিতীয় দিনে ১১৪তম ওভারে অ্যাশলে গাইলসের বলে আউট হয়েছিলেন, তার ইনিংস ৩০৭ বলে ১৪৮ রানে শেষ হয়েছিল। তিনি সচিনের সাথে তৃতীয় উইকেটে ১৫০ রানের জুটি গড়েছিলেন। এটি ইংল্যান্ডের জন্য আরও খারাপ হতে চলেছিল কারণ সচিন এবং সৌরভ আগের দুটি পার্টনারশিপ ছাড়িয়ে গিয়েছিল, চতুর্থ উইকেটে ২৭০ রান করেছিলেন তাঁরা।
সৌরভ মাত্র ১৬৭ বলে ১২৮ রান করেন, ১৪ টি চার ও তিনটি ছক্কা মেরে। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন অ্যালেক্স টিউডার, যিনি ভারতীয় অধিনায়ককে বরখাস্ত করেছিলেন। এদিকে সচিন ডাবল সেঞ্চুরিতে পৌঁছতে প্রস্তুত বলে মনে হলেও অ্যান্ড্রু ক্যাডিকের বলে মাত্র সাত রান দূরে ছিলেন তিনি, তখনই আউট হন সচিন ১৯৩ রানের দুরন্ত ইনিংস খেলার পর। ফলে ফলে একই ইনিংসে দুরন্ত তিন ব্যাটসম্যান নিজেদের শতরান করেন।
এই জয় ভারতকে ২০০২-র টেস্ট সিরিজে ১-১ সমতায় আনতে সাহায্য করেছিল, প্রথম টেস্টটি ১৭০ রানে হেরেছিল। দ্বিতীয় টেস্টটি ছিল ড্র, আর তৃতীয় টেস্ট অনবদ্য লড়াই করে জিতে নেয় ভারতীয় দল।