শুরু হয়ে গেল আইএসএল-এর টিকিট বিক্রি। আর সেখানেই দারুণ চমক দিল মোহনবাগান সুপার জায়েন্ট। বদলে যাচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারির দুটি স্ট্যান্ডের নাম। ক্লাবের ইতিহাস এবং অতীত গরিমাকে স্মরণীয় করে রাখতেই অভিনব উদ্যোগ নিলেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
হাজারো ইতিহাসের সাক্ষী যুবভারতী । এবার এই মাঠেই লেখা থাকবে মোহনবাগানের ইতিহাস। ১৮৮৯ সালে জন্ম নেওয়া এই ক্লাব কখনও হয়ে উঠেছে আবেগের অন্য নাম তো কখনও স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে। সেই সমস্ত ইতিহাসই এবার স্মরণ করবে সবুজ-মেরুন। মোহনবাগান সুপার জায়ান্টের ডিরেক্টর সঞ্জীব গোয়েঙ্কার উদ্যোগে, স্টেডিয়ামের B2 স্ট্যান্ডটি রাখা এবার পরিচিতি পাবে ১৮৮৯ স্ট্যান্ড হিসেবে। অর্থাৎ মোহনবাগানের জন্মলগ্ন। আর ১৯১১-য় ব্রিটিশদের বিরুদ্ধে শিল্ডজয়ের ইতিহাসের জানান দেবে C2 স্ট্যান্ড। নিঃসন্দেহে এই উদ্যোগ অভিনব এবং অনন্য বলেই মনে করছে ফুটবল মহল।
এর আগে এই স্টেডিয়ামের কোনও স্ট্যান্ডকে আলাদা নাম দেওয়া হয়নি। তাই এ ক্ষেত্রে সবার আগে উদ্যোগ নিল সবুজ-মেরুনই। ওড়িশা এফসির বিরুদ্ধে ১৯ সেপ্টেম্বর এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে মোহনবাগান। কলিঙ্গ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ওড়িশা এফসি। র পাশাপাশি শুরু হয়ে যাচ্ছে আইএসএল-ও। ২৩ সেপ্টেম্বর আইএসএল-এর প্রথম ম্যাচে পঞ্জাব এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান।
তবে এর মধ্যেই সমস্যা হয়ে গিয়েছে আশিক ক্রুনিয়ান গোটা মরশুম চোটের জন্য বাইরে চলে যাওয়ায়। ভারতীয় দলের (Indian Football Team) হয়ে কিংস কাপে (Kings Cup 2023) খেলতে গিয়ে চোট পেয়েছিলেন আশিক।
কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ম্যাচে চোট পান বাগানের তারকা উইঙ্গার। তাঁকে তুলে নামানো হয় রহিম আলিকে। মোহনবাগান কর্তাদের অভিযোগ, আশিকের চোটকে গুরুত্ব দিয়ে দেখাইনি ফেডারেশন। সূত্রের খবর, চোট পাওয়ার পরেও পাঁচদিন ধরে চিকিৎসা হয়নি ভারতীয় দলের এই ডিফেন্ডারের। জাতীয় দলের ফিজিও-র ওপর দারুণ ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়েন্ট। শুধু তাই নয়, এমআরআই করার ক্ষেত্রেও বেশি সময় নেওয়া হয়েছে। তাদের দাবি এমআরআই আগে করানো হলে, ফিজিওথেরাপি শুরু করে দেওয়া যেত। শুধু তাই নয়, আশিকের চোট সারতে সময় লাগলে ফেডারেশনের কাছে ক্ষতিপূরণও দাবি করতে পারে মোহনবাগান।