Advertisement

Sania Mirza Shoaib Malik: জামাই শোয়েবের বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন সানিয়ার মা, হু হু করে ভাইরাল VIDEO

বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই দেখা গেল অন্যরকম দৃশ্য। পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) গাড়ি চালাতে দেখা গেল তাঁর শ্বাশুড়িকে। দুবাইয়ে সানিয়া মির্জার (Sania Mirza) মা নাসিমা মির্জাকে শোয়েব মালিকের ৪ কোটি টাকার সুপারকার চালাতে দেখা যায়। ইনস্টাগ্রামে আপলোড করা সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

শোয়েবের গাড়ি চালাচ্ছেন তাঁর শ্বাশুড়িশোয়েবের গাড়ি চালাচ্ছেন তাঁর শ্বাশুড়ি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Feb 2023,
  • अपडेटेड 12:17 PM IST
  • বিলাসবহুল গাড়ি চালাচ্ছেন সানিয়ার মা
  • সঙ্গী ছোট্ট নাতি ইজান

বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই দেখা গেল অন্যরকম দৃশ্য। পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) গাড়ি চালাতে দেখা গেল তাঁর শ্বাশুড়িকে। দুবাইয়ে সানিয়া মির্জার (Sania Mirza) মা নাসিমা মির্জাকে শোয়েব মালিকের ৪ কোটি টাকার সুপারকার চালাতে দেখা যায়। ইনস্টাগ্রামে আপলোড করা সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

সানিয়া-শোয়েবের বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া
সানিয়া মির্জা এবং তাঁর স্বামী শোয়েব মালিকের মধ্যে বিবাদের খবর শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। শীঘ্রই দু'জনের বিবাহবিচ্ছেদ হতে পারে বলে গুজব ছড়িয়েছে পাক মিডিয়ায়। কিন্তু, সানিয়া-শোয়েবের সম্পর্কের টানাপোড়েনের খবরের মধ্যেই একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিওতে শোয়েব মালিকের শাশুড়ি অর্থাৎ সানিয়া মির্জার মা নাসিমা মির্জাকে তাঁর জামাইয়ের ৪ কোটি টাকার বিলাসবহুল গাড়ি চালাতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন


ইজানকে নিয়ে গাড়ি চালালেন সানিয়ার মা 
শোয়েব ও সানিয়ার ছেলে ইজানকে সঙ্গে নিয়ে গাড়ি চালাতে দেখা যায় নাসিমাকে। এই ড্রাইভের ভিডিওটি সানিয়ার মা নাসিমা নিজেই তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পেশাদার টেনিসকে বিদায় জানানোর পরে, সানিয়া, তাঁর মা নাসিমা এবং ছেলে ইজানের সঙ্গে দুবাইতে সময় কাটাচ্ছেন। শোয়েব মালিকের বিলাসবহুল গাড়ি চালানোর একটি ভিডিও শেয়ার করে সানিয়া মির্জার মা নাসিমা লিখেছেন, "ইজ্জু (ইজান) এর সঙ্গে গাড়ি চালানো বেশ মজাদার।"

যদিও সানিয়া মির্জা পেশাদার টেনিসকে বিদায় জানিয়েছেন। তবে তিনি খেলার মাঠ থেকে দূরে নেই। এবার তাঁকে দেখা যাবে মহিলাদের ক্রিকেট দলের মেন্টরের ভূমিকায়। বিরাট কোহলির আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানিয়াকে মহিলা প্রিমিয়ার লিগের মেন্টর করেছে।

সানিয়া মির্জা তাঁর টেনিস ক্যারিয়ারে ৬টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, যার মধ্যে ৩টি মিক্সড ডাবলসে। আর বাকি তিনটি ডাবলসে। মহিলাদের প্রিমিয়ার লিগের (WPL 2023) প্রথম ম্যাচ ৪ মার্চ। ফাইনাল ২৬ মার্চ। আরসিবি মহিলা দলে রয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), রিচা ঘোষরা (Richa Ghosh)। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement