Advertisement

Sania Mirza-Rohan Bopanna: অস্ট্রেলিয়ান ওপেনে দাপট সানিয়া-বোপান্নার, টাইব্রেকারে জিতে ফাইনালে ভারতীয় জুটি

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠলেন সানিয়া মির্জা (Sania Mirza)। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open  2023) মিক্সড ডাবলসে জুটি রোহন বোপান্নাকে নিয়ে ফাইনালে উঠলেন সানিয়া। সেমিফাইনালে এই ভারতীয় জুটি হারালেন গ্রেট ব্রিটেনের নিল স্কুপস্কি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেসিরাই ক্রাউসিক জুটিকে। খেলার ফল ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬। 

সানিয়া মির্জা ও রোহন বোপান্নাসানিয়া মির্জা ও রোহন বোপান্না
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jan 2023,
  • अपडेटेड 11:21 PM IST
  • অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-বোপান্না
  • টাইব্রেকারে জিতলেন তারা

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের ফাইনালে উঠলেন সানিয়া মির্জা (Sania Mirza)। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open  2023) মিক্সড ডাবলসে জুটি রোহন বোপান্নাকে নিয়ে ফাইনালে উঠলেন সানিয়া। সেমিফাইনালে এই ভারতীয় জুটি হারালেন গ্রেট ব্রিটেনের নিল স্কুপস্কি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেসিরাই ক্রাউসিক জুটিকে। খেলার ফল ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬। 

সেমি ফাইনাল ম‍্যাচে এদিন হল একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই জুটির মধ্যে। যার ফলে ম্যাচ গড়ায় সুপার টাইব্রেকারে। তবে শেষ হাসি হাসেন ভারতীয় জুটিই। ম‍্যাচে এ দিন ১ ঘণ্টা ৫২ মিনিট সমানে সমানে লড়াই হলেও অভিজ্ঞতা দিয়েই ম্যাচ বের করে নেন সানিয়ারা। এটাই সানিয়ার টেনিস কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম। 

আরও পড়ুন

এ দিন প্রথম সেট টাইব্রেকারে জিতে নেন সানিয়া ও বোপান্না জুটি। দ্বিতীয় সেটেও জয়ের সুযোগ ছিল সানিয়া বোপান্নাদের সামনে। কিন্তু টাইব্রেকারে একাধিক আনফোর্সড এরর করে ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করেন তাঁরা। প্রথম দু’সেটের পর ফলাফল ১-১ হওয়ায় সুপার টাইব্রেকে সেমি ফাইনালের ফয়সালা হয়। আর এখানে স্নায়ুর লড়াইয়ে বাজিমাত করেন সানিয়া-বোপান্নারা। সুপার টাইব্রেকারে প্রথম থেকেই এগিয়ে ছিল ভারতীয় জুটি। ৮-৬ ব্যবধানে এগিয়ে থাকার সময় সানিয়ার একটি অনবদ্য ব্যাকহ্যান্ড রিটার্নেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। তারপর জয়ের জন্য প্রয়োজনীয় এক পয়েন্ট পেতে বেগ পেতে হয়নি ভারতীয় জুটিকে। 

পেশাদার টেনিস জীবনে অস্ট্রেলিয়ান ওপেনই শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছেন সানিয়া মির্জা। তাই বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। ফাইনাল জিতে গেলে, সপ্তম গ্র্যান্ডস্ল্যাম জেতা হয়ে যাবে সানিয়ার। চতুর্থ মিক্সড ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জিতে যাবেন ভারতের টেনিস তারকা। অন্যদিকে, এটাই হবে রোহান বোপান্নার প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। তাই অস্ট্রেলিয়ান ওপেনকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ভারতীয় জুটি। এর আগে তিনটি ডাবলস জিতেছেন সানিয়া। তিনটি ক্ষেত্রেই তাঁর সঙ্গী ছিলেন মার্টিনা হিঙ্গিস। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement