Advertisement

FIFA World Cup 2022: কেন বাদ সঞ্জু? FIFA বিশ্বকাপের মঞ্চে প্রতিবাদ ক্রিকেট-ভক্তের

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। মাত্র ১২ ওভার ম্যাচ হয়। তবে সেই ম্যাচে দলে সুযোগ পাননি ভারতের উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। এ নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও স্যামসন ভক্তরা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। তবে এবাঁর সেই ক্ষোভের আঁচ পড়ল ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চেও। 

সঞ্জু স্যামসনের ফ্যান সঞ্জু স্যামসনের ফ্যান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2022,
  • अपडेटेड 4:53 PM IST
  • দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ছিলেন না সঞ্জু
  • তার প্রতিবাদ ফুটবল বিশ্বকাপের মঞ্চে

রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। মাত্র ১২ ওভার ম্যাচ হয়। তবে সেই ম্যাচে দলে সুযোগ পাননি ভারতের উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। এ নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও স্যামসন ভক্তরা তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। তবে এবাঁর সেই ক্ষোভের আঁচ পড়ল ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চেও। 

আইপিএল-এর (IPL) দল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) রবিবার কিছু ফ্যানের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ভক্তরা কাতারে বিশ্বকাপ দেখতে গিয়েছেন। সেখান থেকেই সঞ্জুর সমর্থনে পোস্টার বানিয়ে ফেলেছেন। সঞ্জুর ভক্তরা পোস্টারে লিখেছেন,  সঞ্জু, কাতার থেকে আপনাকে অনেক ভালবাসা। আমরা আপনাকে সমর্থন করি।' 

আরও পড়ুন

টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2022) দলেও সঞ্জু স্যামসনের বাদ পড়া নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁর ফ্যানরা। ভারতীয় দল (Team India) কোচিতে খেলতে গেলে এই বিক্ষোভের এই সফরে দ্বিতীয়বার সঞ্জু স্যামসন প্লেয়িং-11 থেকে বাদ পড়েছেন। সঞ্জুকে টি-টোয়েন্টি সিরিজেও অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) বাদ দিয়েছিলেন। যদিও আরও এক বোলারকে দলে নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন পান্ডিয়া। এমনটাই জানিয়েছিলেন তিনি। এরপর দ্বিতীয় ওয়ানডেতেও সঞ্জু স্যামসনকে বাদ দেন অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।  

শিখর ধাওয়ানও সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ার প্রধান যুক্তি হিসেবে দলে আরও এক বোলারকে আনার কথাই বলেছেন। রবিবার অনুষ্ঠিত ম্যাচে সঞ্জু স্যামসনের জায়গায় প্লেয়িং-১১-এ আনা হয় দীপক হুডাকে। অধিনায়ক শিখর ধাওয়ান বলেছিলেন, 'আমরা ষষ্ঠ বোলিং বিকল্প খুঁজছিলাম, যার কারণে দীপক হুডা প্লেয়িং-11-এ জায়গা পেয়েছে।'  

এখনও অবধি ভারতের হয়ে ১১টি একদিনের ম্যাচ খেলেছেন সঞ্জু। ১০ ইনিংস ব্যাট করে তাঁর রান ৩৩০। গড় ৬৬.০০। শেষ ১০ ইনিংসে ১টা হাফ সেঞ্চুরি রয়েছে সঞ্জুর। একবার ৪৬ রান করে আউট হন। আরও একবার ৪৩ রান করে অপরাজিত থাকেন।

Read more!
Advertisement
Advertisement