Advertisement

Saul Crespo Injury Update: কী অবস্থা ইস্টবেঙ্গলের চোট পাওয়া তারকার, ক্রেসপো মুম্বই ম্যাচে খেলবেন?

ডার্বিতে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের বিদেশি মিডফিল্ডার সউল ক্রেসপো। তাঁর চোট নিয়ে বেশ উদ্বিগ্ন ইস্টবেঙ্গল ফ্যানরা। তিনি কি গোটা মরসুমের জন্য ছিটকে গেলেন? এটা নিয়েও শুরু হয়েছে নানা বিতর্ক। এমনিতেই নর্থইস্টের বিরুদ্ধে ১১ ম্যাচ পরে হেরে গিয়ে চাপে পড়ে গিয়েছে লাল-হলুদ। তবে কী সউল ক্রেসপোকে ছেড়ে দিতে হবে লাল-হলুদকে?

সউল ক্রেসপো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Feb 2024,
  • अपडेटेड 7:04 PM IST

ডার্বিতে চোট পেয়েছিলেন ইস্টবেঙ্গলের বিদেশি মিডফিল্ডার সউল ক্রেসপো। তাঁর চোট নিয়ে বেশ উদ্বিগ্ন ইস্টবেঙ্গল ফ্যানরা। তিনি কি গোটা মরসুমের জন্য ছিটকে গেলেন? এটা নিয়েও শুরু হয়েছে নানা বিতর্ক। এমনিতেই নর্থইস্টের বিরুদ্ধে ১১ ম্যাচ পরে হেরে গিয়ে চাপে পড়ে গিয়েছে লাল-হলুদ। তবে কী সউল ক্রেসপোকে ছেড়ে দিতে হবে লাল-হলুদকে?

সউলের সুস্থ হতে কত সময় লাগবে?
সউল ক্রেসপোর সুস্থ হতে কতটা সময় লাগবে তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যদিও মনে করা হচ্ছে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে তাঁর সুস্থ হয়ে মাঠে নামতে। তবে এখনই এই ব্যাপারে মুখ খুলতে নারাজ ইস্টবেঙ্গল কর্তারা। নর্থইস্টের বিরুদ্ধে হারের পর এবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে কার্লেস কুয়াদ্রাতের দল। ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের আক্রমণ চলাকালীন মোহনবাগানের আনোয়ার আলির সঙ্গে ডুয়েল হয় ক্রেসপোর। ইস্টবেঙ্গল ফুটবলার আনোয়ারকে কাটিয়ে বেরিয়ে যেতেই হ্যামস্ট্রিং পুল হয় মোহনবাগান ডিফেন্ডারের। আর সেই আক্রমণ শেষ করতে গিয়েই চোট পান ইস্টবেঙ্গলের ক্রেসপো। তবে সূত্রের খবর রবিবার সুস্থ আছেন ক্রেসপোও। দুই ফুটবলারকেই পরিবর্তন করার সিদ্ধান্ত নেন দুই কোচ। 

নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচটা জিততে পারলে প্রথম ছয়ের মধ্যে উঠে যেতে পারত লাল-হলুদ। তবে সেটা হল না। এবার শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে জিতে ভাল জায়গায় যেতে পারে কিনা ইস্টবেঙ্গল সেটাই এখন দেখার। দলের হারে অখুশি ইস্টবেঙ্গল কোচ। ম্যাচ শেষে সেকথা জানাতে ভুললেন না তিনি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন,  'আমরা ডার্বির দলই নামিয়েছিলাম। কারণ, এই ফুটবলারেরাই সব থেকে বেশিক্ষণ মাঠে খেলেছে। তারপরেও শুরুতে আমরা জোড়া গোল খেয়েছি। দুটোই রক্ষণের ভুলে হয়েছে। এভাবে গোল খাওয়া আমাদের উচিত হয়নি। আমার রাগ কমছে না। ভেবেছিলাম, এই ধরনের ভুল করব না। কিন্তু মাঠে নেমে সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না। কিন্তু যেভাবে গোল দুটো খেয়েছি সেটা মেনে নিতে পারছি না।' 

Advertisement

তবে ইস্টবেঙ্গল কোচের বিশ্বাস দল আবার ছন্দে ফিরবে। তিনি আরও বলেন,  'দুটো গোল খাওয়ার পরেও আমার বিশ্বাস ছিল যে আমরা খেলায় ফিরব। গোল করব। করেওছিলাম। কিন্তু তারপরেই আবার গোল খেয়ে গেলাম। দুটো গোল থেকে ফিরতে পারতাম। কিন্তু তিন নম্বর গোলটাই আমাদের হারিয়ে দিল।'

এদিকে গতকাল নর্থইস্টের বিরুদ্ধে দুই নতুন বিদেশি, ফেলিসিও এবং ভিক্টর ভাসকোয়েজকে নামান কুয়াদ্রাত। মাঠে নেমে গোল করেন ফেলিসিও। দুই নতুন বিদেশির খেলা কেমন লাগলো? জবাবে কুয়াদ্রাত বলেন,  'ভিক্টর আর ফেলিসিওকে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামাতে চেয়েছিলাম। তবে এটাও দেখতে হত যে ওদের যেন চোট না লাগে। সেই কারণেই শেষ দিকে নামিয়েছি। ফেলিসিও গোল করেছে। ভিক্টরও ভাল খেলেছে। ওদের খেলায় আমি খুশি। আশা করছি দ্রুত দলের সঙ্গে ওরা মানিয়ে নেবে।'  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement