Advertisement

Virat Kohli: 'সবার বিশ্রাম দরকার...' বিরাটকে নিয়ে সমালোচনার উত্তরে, কী বললেন ধাওয়ান?

দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই বিরাটের। তার উপর পরপর সিরিজে বিশ্রাম। যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। এবার সেই বিষয়েই মুখ খুললেন গব্বর। ভারতের ওপেনার মনে করেন, কেউ টানা খেলে গেলে মানসিক ভাবে ক্লান্ত হতেই পারে। মস্তিষ্কের বিশ্রামও অত্যন্ত জরুরি। 

বিরাট কোহলি ও শিখর ধাওয়ান  বিরাট কোহলি ও শিখর ধাওয়ান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Aug 2022,
  • अपडेटेड 7:20 AM IST
  • ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই বিরাট
  • বিশ্রাম নিয়েছেন জিম্বাবোয়ে সফর থেকেও

বিরাট কোহলির (Virat Kohli) বিশ্রাম প্রসঙ্গে মুখ খুললেন ভারতের (India) তারকা ব‍্যাটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের সিরিজে সফল ভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন ধাওয়ান। ওয়েস্ট ইন্ডিজ সফরের পাশাপাশি জিম্বাবয়ে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। তবে বিরাটের সমালোচনার মাঝেই প্রাক্তন ভারত অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন ধাওয়ান।

দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই বিরাটের। তার উপর পরপর সিরিজে বিশ্রাম। যা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। এবার সেই বিষয়েই মুখ খুললেন গব্বর। ভারতের ওপেনার মনে করেন, কেউ টানা খেলে গেলে মানসিক ভাবে ক্লান্ত হতেই পারে। মস্তিষ্কের বিশ্রামও অত্যন্ত জরুরি। 

আরও পড়ুন

 

এদিন বিরাট প্রসঙ্গে ধাওয়ান বলেন,"সেরা পারফরম্যান্স করার জন্য একজন ক্রিকেটারকে তরতাজা থাকতে হয়। কেউ টানা খেলে গেলে মানসিক ভাবে ক্লান্ত হতেই পারে। মস্তিষ্কের বিশ্রামটাও অত্যন্ত জরুরি। সেই জন্য এখন আন্তর্জাতিক ক্রিকেটে ঘুরিয়ে ফিরিয়ে ক্রিকেটারদের খেলান হচ্ছে।'' 

ভারতীয় দল গত কয়েকমাসে প্রচুর ক্রিকেট খেলছে। ধাওয়ান বলেন, ''পর্যাপ্ত বিশ্রাম দিতেই এই পদ্ধতি নেওয়া হচ্ছে। একজন ক্রিকেটারকে সর্বত্র সফর করতে হলে, সে এমনিই ক্লান্ত হয়ে পড়বে। ক্রিকেটাররাও তো মানুষ। আমার মতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা বিষয়টি বুঝবেন এবং ভারসাম্য বজায় রেখে পরিকল্পনা করবেন। যা দলের জন‍্য, ক্রিকেটারদের জন‍্য ভালো সেটাই করা হচ্ছে।"

গত আড়াই বছরের বেশি সময় বিরাটের ব্যাটে শতরান নেই। শুধু শতরান নয়, বড় রানও করতে ব্যর্থ হয়েছেন কোহলি। এই জন্যই বারবার সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ভারতের এই তারকা ব্যাটার। শেষবার বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে শতরান করেছিলেন বিরাট। তারপর আর বড় রান আসেনি তাঁর ব্যাট থেকে। আইপিএল-এও পরিচিত ছন্দে পাওয়া যায়নি প্রাক্তন অধিনায়ককে। কীভাবে তিনি ফর্মে ফিরতে পারেন তা নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। পরামর্শ দিয়েছেন বিরাটকে। তবে টি২০ বিশ্বকাপের আগে তাঁর ফর্মে ফেরা খুব জরুরী। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement