হাসপাতালে ভর্তি করতে হল ভারতীয় দলের ওপেনার শুভমন গিলকে। ডেঙ্গি আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের ওপেনার। সোমবার বিসিসিআই-এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, বুধবার দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও গিলকে পাওয়া যাবে না। দল দিল্লি চলে গেলেও, চেন্নাইয়ে ডাক্তারদের পর্যবেক্ষণেই থাকছেন গিল।
কেন হাসপাতালে গিল?
সূত্রের খবর, প্লেটলেট কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতীয় ওপেনারকে। গিলের প্লেটলেটের সংখ্যা অত্যন্ত কমে গিয়েছে। সেজন্য তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে কোনও মন্তব্য করা হয়নি। গত কয়েকদিন ধরেই গিলের প্লেটলেটের সংখ্যা কম থাকছে। সেই পরিস্থিতিতে গিলকে বিমানে না ওঠার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে দিল্লিতে যাননি গিল। বরং তাঁকে চেন্নাইয়ের হাসপাতালে ভরতি করা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে গত ৪ অক্টোবর চেন্নাই আসার পর থেকে ভারতীয় দলের বেশি কেউ গিলকে সামনসামনি দেখেননি। টিম হোটেলেই থাকছিলেন গিল। যেখানে এসে কাবেরী হাসপাতালে চিকিৎসকরা তাঁকে দেখে যাচ্ছিলেন। করছিলেন রক্তপরীক্ষা।
পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন গিল?
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। সেই ম্যাচেও গিলকে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়ে গেল। বিসিসিআই-এর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতেও বলা হয়নি, গিল কতদিন পর মাঠে নামতে পারবেন। এর মধ্যেই তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে রীতিমত উদ্বিগ্ন ভারতের ক্রিকেটপ্রেমীরা। সোমবার বিসিসিআইয়ের তরফে বলা হয়, '৯ অক্টোবর দলের সঙ্গে দিল্লিতে যাবেন না টিম ইন্ডিয়ার ব্যাটার শুভমন গিল। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি ওপেনিং ব্যাটার। আগামী ১১ অক্টোবর দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতেরও পরবর্তী ম্যাচেও খেলতে পারবেন না। উনি চেন্নাইয়ে থেকে যাবেন। মেডিক্যাল টিমের নজরদারিতে থাকবেন তিনি।'