Advertisement

Snehasish Ganguly Marriage: ভাল নেই মোম? স্নেহাশিস দ্বিতীয় বিয়ে করতেই একের পর এক বিস্ফোরক পোস্ট সৌরভের একদা বৌদি, দেখুন

গত বছরেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehashish Ganguly) বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও নির্যাতনের অভিযোগ করেছিলেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। এরপর রবিবারই ৫৯ বছর বয়সে বিয়ে সারেন সিএবি (CAB) সভাপতি। শিল্পপতি সুব্রত বণিকের প্রাক্তন স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন স্নেহাশিসের। অর্পিতার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করার পাশাপাশি দুজনে নাকি লিভ ইন রিলেশনেও ছিলেন বেশ কয়েকদিন। 

Arpita Ganguly, snehashish ganguly Arpita Ganguly, snehashish ganguly
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jul 2024,
  • अपडेटेड 12:19 PM IST

গত বছরেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের (Snehashish Ganguly) বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও নির্যাতনের অভিযোগ করেছিলেন তাঁর প্রথম পক্ষের স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। এরপর রবিবারই ৫৯ বছর বয়সে বিয়ে সারেন সিএবি (CAB) সভাপতি। শিল্পপতি সুব্রত বণিকের প্রাক্তন স্ত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন স্নেহাশিসের। অর্পিতার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা করেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করার পাশাপাশি দুজনে নাকি লিভ ইন রিলেশনেও ছিলেন বেশ কয়েকদিন। 

বিয়েতে ছিলেন না সৌরভ-ডোনা

তবে দাদার সেই বিয়েতে হাজির ছিলেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) সহ পরিবারের কেউই। ছিলেন না স্নেহাশিসের কন্যা স্নেহাও, তিনি গবেষনার কাজ করছেন আমেরিকায়। স্নেহাশিসের দ্বিতীয় বিয়ের পরেই একাধিক পোস্ট করতে থাকেন তাঁর প্রাক্তন স্ত্রী মোম গঙ্গোপাধ্যায়। সব পোস্টেই ছিল ইঙ্গিত। তবে কোথাও স্নেহাশিসের নাম নেননি তিনি।

স্নেহাশিস ও মোম (ফাইল চিত্র)

কী লিখলেন মোম?

ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘একজন ভালো বাবা কখনোই তাঁর সন্তানের মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না। কথা শেষ।’ আরেকটি স্টোরিতে লেখেন, ‘আমি মানুষকে শিক্ষা দিতে সরে যাই না। আমি সরে যাই কারণ, আমার শিক্ষা হয়ে গিয়েছে। আমি তোমার অনুপস্থিতিতে জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারব, তোমাকে ধরে রাখার জন্য নিজেকে কোনও গণ্ডিতে আটকে রাখতে পারব না।’আরেক স্টোরিতে লেখা,‘একজন পুরুষের সবথেকে বড় ভুল হল এমন একজন নারীকে ঠকানো, যে তার জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করেছে। পাশে দাঁড়িয়েছে তখন, যখন জীবনের সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল।’

মোম গঙ্গোপাধ্যায়ের পোস্ট

রবিবার বিয়ের অনুষ্ঠানে অর্পিতা চট্টোপাধ্যায় আর স্নেহাশিস দুজনেই হলুদ রঙা পোশাক পরে মালাবদল সারেন। হল বিয়ের রেজিস্ট্রি। সেই বিয়েতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে বৈশালী ডালমিয়াকেও। বিয়ের সমস্ত ব্যাপারে তদারকির দায়িত্বে ছিলেন তিনি।

সিঁদুরদানের ছবি

বিয়েতে উপস্থিত না থাকলেও শোনা যাচ্ছে আগামী ৭ অগাস্ট রিসেপশনে হাজির থাকতে পারেন সৌরভ ও ডোনা। তবে সেই উপস্থিতি নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে রিসেপশনের কার্ডে রয়েছে সৌরভ ও ডোনার নাম। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement