Advertisement

Sourav Ganguly Car Collection: চোখ ধাঁধিয়ে যাবে! সৌরভের গ্যারাজে কী কী গাড়ি রয়েছে? দেখুন

ক্রিকেটের ক্ষেত্রে তো বটেই, বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এক আবেগের নাম। ভারতীয় দলের (Team India) প্রাক্তন ক্যাপ্টেন ও ভারতীয় বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতির গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যেতে পারে। বেহেলায় সৌরভের বাড়িতে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। অডি (Audi), বিএমডব্লিউ (BMW) এর মতো গাড়ি শোভা ছড়াচ্ছে সেখানে। কী কী গাড়ি আছে মহারাজার সংগ্রহে?

সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 May 2024,
  • अपडेटेड 1:00 PM IST

ক্রিকেটের ক্ষেত্রে তো বটেই, বাঙালির কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এক আবেগের নাম। ভারতীয় দলের (Team India) প্রাক্তন ক্যাপ্টেন ও ভারতীয় বোর্ডের (BCCI) প্রাক্তন সভাপতির গাড়ির কালেকশন দেখলে মাথা ঘুরে যেতে পারে। বেহেলায় সৌরভের বাড়িতে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। অডি (Audi), বিএমডব্লিউ (BMW) এর মতো গাড়ি শোভা ছড়াচ্ছে সেখানে। কী কী গাড়ি আছে মহারাজার সংগ্রহে?

মার্সিডিজ বেঞ্জ সিএলকে ২৩০

কলকাতার রাস্তায় লাল মার্সিডিজে সৌরভকে মাঝেমধ্যেই দেখা যায়। গ্যারাজে একাধিক বিলাসবহুল গাড়ি থাকলেও মার্সেডিজ বেঞ্জ সিএলকে ২৩০ গাড়িটি মহারাজের পছন্দের তালিকার শীর্ষে থাকে। বেশ কিছু বছর আগেই তিনি এটি কিনেছিলেন। তখন দাম ছিল প্রায় ৫৪.৬২ লাখ টাকা। লাল রঙের গাড়িটি প্রথম জেনারেশনের সিএলকে ২৩০। 


বিএমডব্লিউ ৭ সিরিজ 

তবে কেবল মার্সেডিজ নয়, সৌরভের গ্যারেজে রয়েছে বিএমডব্লিউও। এটিও তাঁর দারুণ পছন্দের গাড়ি। দৈনন্দিন কাজে বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়িটিকেই বেশি ব্যবহার করেন সৌরভ। জার্মানি থেকে এই গাড়ি ভারতে এনেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার। এই গাড়িতেই সৌরভকে সবচেয়ে বেশি দেখা যায়।

অডি কিউ ৫ 

সৌরভের গ্যারেজে আছে প্রচুর বিলাসবহুল গাড়ি। অডি কিউ৫-ও সৌরভের গ্যারেজে শোভা পায়। এই গাড়িটির দাম ৬৪ লক্ষ টাকা। এই এসইউভিটি আরামদায়ক সফরের জন্য খুবই ভাল। ফলে এই গাড়িতেও সৌরভকে মাঝেমধ্যেই দেখা যায়।

বিএমডব্লিউ এক্স ৪ 

সৌরভের গ্যারাজে রয়েছে আরও একটি বিএমডব্লিউ। শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে রয়েছে গাড়িটিতে একগুচ্ছ দুর্দান্ত ফিচার। তবে গাড়িটিতে খুব বেশি চড়তে দেখা যায় না তাঁকে। 

মার্সিডিজ বেঞ্জ GLS

মার্সিডিজ বেঞ্জ GLS-এর কলকাতায় বর্তমান দাম ১ কোটি ২৯ লাখ টাকা থেকে শুরু। সর্বোচ্চ দাম হতে পারে আড়াই কোটি টাকা। গাড়িটির প্রায় প্রতিটা জিনিস কাস্টমাইজ করা যায়।  

Advertisement

সদ্য সমাপ্ত আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব পালন করেছেন সৌরভ। যদিও এই মরসুমেও ভাল পারফর্ম করতে পারেনি ঋষভ পন্তের দল। প্লে অফে পৌঁছতে না পেরে ছিটকে গিয়েছে গ্রুপ পর্ব থেকেই। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement