দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে পরাজয়ের পর ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আর বিরাটের এই সিদ্ধান্ত ঘোষণার পরেই ট্যুইটে প্রতিক্রিয়া জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাটের প্রশংসাও করলেন তিনি।
ট্যুইটে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) লেখেন, "বিরাটের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট সমস্ত ফর্ম্যাটে উন্নতি করেছে। তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত এবং বিসিসিআই সেটিকে সম্মান করে। ভবিষ্যতে দলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবেন। একজন দুর্দান্ত খেলোয়াড়, সাবাশ।"
এর কয়েক মাস আগে টি-২০ ফর্ম্যাটে অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। সেই সময় বিরাট জানান, শুধু ওয়ান ডে ও টেস্টে অধিয়ানকত্ব করবেন তিনি। এরপর একসময় বিরাটকে আচমকাই ওয়ান ডে নেতৃত্ব থেকে সরায় বোর্ড। বিরাটকে ওয়ান ডে-র অধিনায়কত্ব থেকে সরানো নিয়ে সেই সময় বিস্তর জলঘোলাও হয়।
আর এবার নিজেই টেস্ট ক্রিকেটের অধিনায়কত্বও ছাড়লেন বিরাট কোহলি। তবে বিরাট এমন সিদ্ধান্ত নিতে পারেন তা অনেকেই আঁচ করতে পারেননি। আর শুধু তাই নয়, বিরাটের এহেন সিদ্ধান্তে হতাশ তাঁর কোটি কোটি ভক্তও।