১৮ মাস দলের বাইরে থাকার পর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) ভারতীয় দলে (Team India) সুযোগ পেয়েছিলেন। আর এবার তাঁকেই ওয়েস্ট ইন্ডিজ সফরে সহঅধিনায়ক করা হয়েছে। বোর্ডের নির্বাচকদের এই সিদ্ধান্তেই অবাক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বেশ ক্ষুব্ধ।
সৌরভ বলেন, “একজন ১৮ মাস ধরে দলের বাইরে ছিল। এরপর কামব্যাক করে একটা টেস্ট খেলেই সহ-অধিনায়ক হয়ে গেল! দলে রবীন্দ্র জাডেজা রয়েছে। যে দীর্ঘদিন ধরে টেস্ট টিমের নিয়মিত সদস্য। আমার মতে, সহ-অধিনায়ক হওয়ার যোগ্য রবীন্দ্র জাডেজা।‘ বাংলার মহারাজ আরও বলেন, ‘১৮ মাস পর কামব্যাক করেই সহ-অধিনায়ক করে দেওয়াটা ঠিক বোধগম্য হল না। নির্বাচনে ধারাবাহিকতা থাকা উচিত। ভালো বা খারাপ সময় দেখে কাউকে নির্বাচন করা উচিত নয়।‘ সৌরভের এই বক্তব্যের পরেই শোরগোল পড়ে যায়, সোশ্যাল মিডিয়ায়। এর আগেও বারবার নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ট্যুরে চেতেশ্বর পূজারাকে দলে না নেওয়া নিয়েও সরব হয়েছেন অনেকেই। বিস্ময় চেপে রাখতে পারলেন না প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভও। তিনি বলেন, ‘পূজারাকে নিয়ে নির্বাচকরা কী চান তা স্পষ্ট করে দেওয়া উচিত। পূজারার মতো সিনিয়রকে একবার বাদ দিয়ে পরেরবার বেছে নেওয়া যায় না। অজিঙ্ক রাহানের ক্ষেত্রেও একই জিনিস বলব।‘ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলতে পারেননি পূজারা। ইংল্যান্ডে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট খেলার পরও ব্যর্থ হতে হয় তাঁকে।অন্যদিকে ১৮ মাস পর দলে কামব্যাকের সুযোগ পুরোমাত্রায় কাজে লাগান অজিঙ্ক রাহানে। দুই ইনিংসে তাঁর ব্যাটে আসে ৮৯ ও ৪৬ রান।
টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কা রাহানে (ভিসি), কেএস ভারত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), আর অশ্বিন, আর জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।
ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (ভিসি), শার্দুল ঠাকুর, আর জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।