Advertisement

Sourav Ganguly: বুমরার আগুনে বোলিংয়ের পর ভারতের পিচ নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ, যা বললেন

গত কয়েক বছর ধরেই ভারতের বোলিং ক্রমশ উন্নত হয়েছে। তবে সেই তুলনায় বড় রান করতে না পারায় প্রশ্ন উঠছে ভারতের ব্যাটিং নিয়ে। ভারতের স্পিনিং উইকেটের জন্যই এমনটা হচ্ছে বলে মনে করছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের অন্যতম সফল এই ক্যাপ্টেন বারেবারেই স্পোর্টিং উইকেটের পক্ষে সওয়াল করে এসেছেন। এবারও সেখান থেকে পিছু হটলেন না বাংলার মহারাজ।

সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Feb 2024,
  • अपडेटेड 4:34 PM IST

গত কয়েক বছর ধরেই ভারতের বোলিং ক্রমশ উন্নত হয়েছে। তবে সেই তুলনায় বড় রান করতে না পারায় প্রশ্ন উঠছে ভারতের ব্যাটিং নিয়ে। ভারতের স্পিনিং উইকেটের জন্যই এমনটা হচ্ছে বলে মনে করছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের অন্যতম সফল এই ক্যাপ্টেন বারেবারেই স্পোর্টিং উইকেটের পক্ষে সওয়াল করে এসেছেন। এবারও সেখান থেকে পিছু হটলেন না বাংলার মহারাজ।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে জসপ্রীত বুমরা উইকেট নেওয়ার পরেই এক্স-এ (ট্যুইটার) পোস্ট করেন সৌরভ তিনি লেখেন, 'সিরাজ, মুকেশ, বুমরা, শামিকে যখন দেখি বল করতে, তখন ভাবি কেন ভারতে টার্নিং ট্র্যাক তৈরি করতে হবে? ভালো উইকেটে খেলতে সমস্যা কী? এই বিশ্বাস আমার প্রতি ম্যাচেই দৃঢ় হচ্ছে। অশ্বিন জাদেজা কুলদীপ এবং অক্ষর যে কোনও পিচে ২০ উইকেট তুলে নিতে পারে। পিচের কারণে ব্যাটিং খারাপ হয়েছে। কারণ গত ৬ থেকে ৭ বছরে ঘরের মাঠে এই পিচে খেলা। ভাল উইকেট দরকার। ভারত এখনও ৫ দিনেই জিতবে।' 

১৫০ উইকেট বুমরার
বুমরা তুলে নিয়েছেন ছ'টি উইকেট। বেন স্টোকসকে যে বলে আউট করলেন সেটা দেখার মতো। বলটা ভেতরের দিকে কিছুটা নিচের দিকে নেমে যায়। স্টোকসের ব্যাটের বাইরের কানা আড়াল করে তা সোজা উইকেটে লাগে। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে গত ম্যাচের নায়ক অলি পোপ, জনি বেয়ারস্টো আর জো রুটের উইকেট।  

টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফেরালেন বুমরা-কুলদীপ
৫ উইকেট নিয়েছেন বুমরা। আর অন্যদিকে ৩ উইকেট কুলদীপের। ব্যাটারদের মধ্যে যশস্বী জয়সওয়াল ছাড়া কেউই রান পাননি। একাই ২০০ করেন ওপেনার। এরপর স্কোর কার্ডের দিকে তাকালে দেখা যাবে। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান শুভমন গিলের। তিনি করেন ৩৪ রান। এছাড়া কেউই রান পাননি। একই ঘটনা দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠেও। প্রথম টেস্টেও ব্যাটিং বিপর্যয়ের জন্যই হারেত হয়েছে ভারতীয় দলকে। এই কারণেই নিজের মতামত জানিয়েছেন বোর্ডের প্রাক্তন সভাপতি।    

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement