Advertisement

Sourav Ganguly On Ind vs Eng Test: টেস্টে বারবার ব্যর্থ গিল-শ্রেয়াসরা, কী টিপস দিলেন সৌরভ?

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে অনায়াসেই জিতবে টিম ইন্ডিয়া। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের মাটিতে বাজবল কাজ করবে না বলেই মনে করেন তিনি। পাশাপাশি তিনি মনে করেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের উচিত টেস্ট ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। 

শ্রেয়স, গিল, সৌরভ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jan 2024,
  • अपडेटेड 5:06 PM IST

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে অনায়াসেই জিতবে টিম ইন্ডিয়া। এমনটাই মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের মাটিতে বাজবল কাজ করবে না বলেই মনে করেন তিনি। পাশাপাশি তিনি মনে করেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের উচিত টেস্ট ক্রিকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়া। 

সৌরভ বলেন,'কোহলির পর জয়সওয়াল, পন্থরা ভরসা জোগাবে। জয়সওয়াল তিন ফরম্যাটের জন্যই আদর্শ প্লেয়ার। গিল, আইয়ারকে দ্রুত টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। দলে ট্যালেন্ট রয়েছে প্রচুর। টি-২০ এর জন্য রিংকু সিং, সূর্যকুমার যাদব রয়েছে। কিন্তু এতো তাড়াতাড়ি বিরাট কোহলি হওয়া যায় না, বিরাট কোহলি হতে সময় লাগে। জয়সওয়াল ভালো খেলেছে, গিলকে আরও ভালো করতে হবে। শ্রেয়সও ভালো খেলছে, ব্যাটিংয়ে প্রচুর কম্পিটিশন রয়েছে।'  

তিনি আরও বলেন, 'ইন্ডিয়া ৪-০ বা ৫-০ ব্যবধানে সিরিজ জিতবে। প্রতিটা ম্যাচের ফয়সালা অবশ্যই হবে। ইংল্যান্ড টসে জিতে ব্যাটিং করেছে। কিন্তু ২৩০, ২৪০ রানে ভারতকে হারানো যাবে না। প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান করা দরকার ছিল। সেটা তারা করতে পারেনি, তাই সিরিজ কঠিন হবে। ভারতে খেলতে এসে একমাত্র পুরোনো দিনের অস্ট্রেলিয়া ছাড়া কোনও দলই সেভাবে প্রভাব ফেলতে পারেনি।'

বাজবল সম্পর্কে তিনি বলেন, 'বাজবল হল টেস্ট ক্রিকেট স্পীডে খেলার একটা কৌশল। পাকিস্তানে কার্যকর হয়েছিল বাজবল। কিন্তু ভারতের স্পিন পিচে কাজে লাগবে না বাজবল। ভারতের স্পিনাররা আলাদা, এখানকার কন্ডিশন আলাদা কাজেই বাজবল এখানে কার্যকর হবে না।' টি-২০ ওয়ার্ল্ড কাপে ভারতের সামনে দারুণ সুযোগ চ্যাম্পিয়ন হওয়ার। তিনি বলেন, 'ভারতের কাছে ভালো সুযোগ আছে টি-২০ ওয়ার্ল্ড কাপ জেতার। ভাগ্য খারাপ যে আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যেতে হয়েছে ভারতকে। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলেছিল তারা। কিন্তু খেলায় এসব হতেই থাকে, মেনে নিতে হবে। তাছাড়া, বিরাট আর রোহিত টি-২০ ওয়ার্ল্ড কাপে থাকছে। জেতার দারুন সুযোগ রয়েছে।'

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই কোহলি। তবে তা নিয়ে একে বারেই ভাবতে নারাজ সৌরভ। তিনি বলেন, 'এত লম্বা একটা ক্যারিয়ারে এরম কিছু টেস্ট ম্যাচ না খেলতেই পারে। আমি জানি না তাঁর ব্যক্তিগত সমস্যার ব্যাপারে। দুটো ম্যাচ পরেই আবার দলে ফিরবে। নতুনরা সুযোগ পেয়েছে কাজে লাগাতে হবে।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement