Advertisement

Sourav Ghosal: সবচেয়ে প্রিয় বন্ধুকে হারিয়েই পদক, কেঁদে ফেললেন বাংলার সৌরভ

২০১৪ গ্লাসগো গেমসে ব্রোঞ্জ মেডেল ম্যাচে হেরে যান সৌরভ। সেই উইলস্ট্রপের বিরুদ্ধেই। কিন্তু সেই অধরা সিঙ্গলস পদক অবশেষে জিতে নিলেন সৌরভ। ইতিহাস তৈরি করে কাঁদতে দেখা যায় তাঁকে। পদক জিতেই জড়িয়ে ধরেন তাঁর স্ত্রীকে। স্কোয়াশ কেরিয়ারে তাঁর বন্ধু উইলস্ট্রপের অবদানকে অস্বীকার করেননি সৌরভ। ভারতের এক নম্বর স্কোয়াশ তারকা বলেন, ''ও আমার সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু এই পর্যায়ে ভারতের হয়ে সিঙ্গলসে পদক জেতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।'' 

সৌরভ ঘোষাল সৌরভ ঘোষাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2022,
  • अपडेटेड 1:19 PM IST
  • ব্রোঞ্জ জিতলেন সৌরভ
  • হারালেন প্রিয় বন্ধুকে

মঙ্গলবার নিউজিল্যান্ডের পোল কলের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে গিয়ে সোনা বা রুপো জেতার সুযোগ হাতছাড়া করেন সৌরভ ঘোষাল। বুধবার ছেলেদের সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন সৌরভ। তাঁর বন্ধু ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে হারিয়ে দেন তিনি। সৌরভের হাত ধরে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমসে স্কোয়াশে প্রথম পদক জিতল ভারত। জেমস উইলস্ট্রপ আসলে সৌরভের খুব ভাল বন্ধু। এর আগে নয় বার মুখোমুখি হয়েছেন এই দুই বন্ধু। আটবারই হেরে গিয়েছেন সৌরভ। তবে এবার প্রিয় বন্ধুকেই হারিয়ে দিলেন সৌরভ।

ব্রোঞ্জ জিতে কেঁদে ফেললেন সৌরভ
 
২০১৪ গ্লাসগো গেমসে ব্রোঞ্জ মেডেল ম্যাচে হেরে যান সৌরভ। সেই উইলস্ট্রপের বিরুদ্ধেই। কিন্তু সেই অধরা সিঙ্গলস পদক অবশেষে জিতে নিলেন সৌরভ। ইতিহাস তৈরি করে কাঁদতে দেখা যায় তাঁকে। পদক জিতেই জড়িয়ে ধরেন তাঁর স্ত্রীকে। স্কোয়াশ কেরিয়ারে তাঁর বন্ধু উইলস্ট্রপের অবদানকে অস্বীকার করেননি সৌরভ। ভারতের এক নম্বর স্কোয়াশ তারকা বলেন, ''ও আমার সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু এই পর্যায়ে ভারতের হয়ে সিঙ্গলসে পদক জেতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল।'' 

আরও পড়ুন

উইলস্ট্রপের বাবার কাছেই স্কোয়াশ শিখেছেন সৌরভ

উইলস্ট্রপের বাবা ম্যালকমের কাছেই স্কোয়াশ শিখতেন দুই জনেই। ২০০৪ সালে সৌরভকে হারিয়েই ব্রিটিশ জুনিয়র খেতাব জেতেন উইলস্ট্রপ। বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও বারবার বড় টুর্নামেন্টে ফাইনালে এসে সৌরভকে হারিয়ে দিতে থাকেন তাঁর বন্ধু উইলস্ট্রপ। তবে এবার ফাইনালে নয়, ব্রোঞ্জ জেতার লড়াইয়ে উইলস্ট্রপকেই হারিয়ে দিলেন বাংলার এই স্কোয়াশ প্লেয়ার। 

উইলস্ট্রপকে দাঁড়াতেই দিলেন না সৌরভ

৩ বছর আগে সৌরভ ঘোষাল মিশরের মহম্মদ এল শোরবাগীর বিরুদ্ধে দারুণ লড়েও হেরে যান। ৮৫ মিনিটের সেই লড়াইয়ের ফল ছিল ১১-৫, ৯-১১, ৯-১১, ১২-১০, ১০-১২। আর এটাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ৩৩ বছর বয়সী সৌরভ গত ১৫ বছর ধরে স্কোয়াশ খেলছেন। ব্রোঞ্জ পদকের ম্যাচে সৌরভ তাঁর প্রতিপক্ষ উইলস্ট্রপকে ১১-৬, ১১-১ এবং ১১-৪ ব্যবধানে উড়িয়ে দেন। ইংল্যান্ডের খেলোয়াড় এই বঙ্গতনয়ের সামনে দাঁড়াতেই পারেননি। ৩-০ সেটের ব্যবধানে বন্ধু সৌরভের কাছে হেরে ব্রোঞ্জও হারান তিনি। এই সাফল্যের সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়লেন সৌরভ। কারণ এর আগে ভারত কমনওয়েলথ গেমসে স্কোয়াশের সিঙ্গলস ইভেন্টে কোনো পদক পায়নি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement