Advertisement

FIFA World Cup 2022: বাদ পড়লেন র‍্যামোস-দি হিয়া, কেমন হল বিশ্বকাপে স্পেনের দল?

কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরুর নয়দিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করল স্পেন (Spain)। তবে ২৬ সদস্যের দলে নেই সের্জিও র‍্যামোস (Sergio Ramos)। বাদ পড়েছেন ডেভিড দি হিয়া (David de Gea)।

র‍্যামোস ও দি হিয়ার‍্যামোস ও দি হিয়া
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Nov 2022,
  • अपडेटेड 7:43 PM IST
  • ঘোষিত হল স্পেনের দল
  • দলে নেই র‍্যামোস

কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরুর নয়দিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করল স্পেন (Spain)। তবে ২৬ সদস্যের দলে নেই সের্জিও র‍্যামোস (Sergio Ramos)। বাদ পড়েছেন ডেভিড দি হিয়া (David de Gea)। দলে ফিরেছেন তরুণ আনসু ফাতি (Ansu Fati)। ২০১০ সালের চ্যাম্পিয়নরা এই নিয়ে ১৬ বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল। ২৩ নভেম্বর কোস্টারিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে স্পেন। 

২০১০ সালের বিশ্বকাপ জেতার পর ২০১৪ সালের বিশ্বকাপে মুখ থুবড়ে পড়েছিল স্পেন। সেবার গ্রুপ লিগের বাধাই টপকাতে পারেনি স্প্যানিশরা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ থেকে বিদায় নেয় স্পেন। তবে লুইস এনরিকের কোচিং-এ ঘুরে দাঁড়াতে মরিয়া স্পেন। ২০২০ ইউরো সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল তারা। গতবছর উয়েফা নেশনস কাপের ফাইনালে উঠেছিল স্প্যানিশ দল। 

আরও পড়ুন

বিশ্বকাপে স্পেনের রেকর্ড
এখনও অবধি বিশ্বকাপের মঞ্চে ৬৩টি ম্যাচ খেলেছে স্পেন। ৩০টি ম্যাচ জিতেছে তারা। ড্র করেছে ১৫টি ম্যাচ। হেরেছে ১৮টি ম্যাচ। ৯৯ বার বিপক্ষের জালে বল ঢুকিয়েছে তারা। অন্যদিকে, ৭২টি গোল হজম করেছে তারা। 

স্পেনের ম্যাচ
২৩ নভেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ন'টায় কোস্টারিকার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ২৮ নভেম্বর জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে তারা। আল বায়েত স্টেডিয়ামে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় খেলতে নামবে লুইস এনরিকের ছেলেরা। তাদের তৃতীয় ম্যাচ জাপানের বিরুদ্ধে খেলতে নামবে স্পেন। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ খেলবে তারা।   

গোলরক্ষক : উনাই সাইমন (অ্যাথলেটিক ক্লাব), রবার্ট সানচেজ (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), ডেভিড রায়া (ব্রেন্টফোর্ড এফসি)।

ডিফেন্ডার: সেজার আজপিলিকুয়েটা (চেলসি এফসি), দানি কারভাজাল (রিয়াল মাদ্রিদ), এরিক গার্সিয়া (এফসি বার্সেলোনা), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া সিএফ), পাউ তোরেস (ভিলারিয়াল সিএফ), আইমেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), জর্ডি আলবা (এফসি বার্সেলোনা) , হোসে গায়া (ভ্যালেন্সিয়া সিএফ)।

Advertisement

মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস (এফসি বার্সেলোনা), রদ্রি হার্নান্দেজ (ম্যানচেস্টার সিটি), গাভি (এফসি বার্সেলোনা), কার্লোস সোলার (প্যারিস সেন্ট জার্মেই), মার্কোস লোরেন্তে (অ্যাটলেটিকো ডি মাদ্রিদ), পেদ্রি গঞ্জালেজ (এফসি বার্সেলোনা), কোকে রিসারেসিওন (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

ফরোয়ার্ড: ফেরান তোরেস (এফসি বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক ক্লাব), ইয়েরেমি পিনো (ভিলারিয়াল সিএফ), আলভারো মোরাতা (অ্যাটলেটিকো ডি মাদ্রিদ), মার্কো এসেনসিও (রিয়াল মাদ্রিদ), পাবলো সারাবিয়া (প্যারিস সেন্ট জার্মেই), দানি ওলমো (আরবি) লিপজিগ), আনসু ফাতি (এফসি বার্সেলোনা)।

কোচ: লুইস এনরিকে

Read more!
Advertisement
Advertisement