Advertisement

East Bengal: 'সুমিতের মায়ের সঙ্গে...' দলের প্লেয়ারকে নিয়ে কুরুচিকর মন্তব্য ইস্টবেঙ্গল কোচের

নিজের দলের ফুটবলার সুমিত পাসিকে (Sumit Pasi) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)। বারেবারে ব্যর্থ হওয়া সত্ত্বেও সুমিতকে খেলানো নিয়ে বারেবারে সমালোচনার মুখে পড়তে হয়েছে লাল-হলুদের ব্রিটিশ কোচকে। এর জেরেই ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ। এক সাক্ষাৎকারে স্টিফেন বলে বসেন, 'পাসি আমার কোনও ছেলে নয়। কারন ওর বাড়ির লোক কিংবা মায়ের সঙ্গে আমি কখনো দেখাই করিনি।'

সুমিত পাসি ও স্টিফেন কনস্ট্যানটাইন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2023,
  • अपडेटेड 10:33 AM IST
  • অশালীন মন্তব্য স্টিফেনের
  • সুমিত পাসিকে নিয়ে মন্তব্য

নিজের দলের ফুটবলার সুমিত পাসিকে (Sumit Pasi) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)। বারেবারে ব্যর্থ হওয়া সত্ত্বেও সুমিতকে খেলানো নিয়ে বারেবারে সমালোচনার মুখে পড়তে হয়েছে লাল-হলুদের ব্রিটিশ কোচকে। এর জেরেই ক্ষুব্ধ ইস্টবেঙ্গল কোচ। এক সাক্ষাৎকারে স্টিফেন বলে বসেন, 'পাসি আমার কোনও ছেলে নয়। কারন ওর বাড়ির লোক কিংবা মায়ের সঙ্গে আমি কখনো দেখাই করিনি।'

ইস্টবেঙ্গল কোচের এই বক্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ফুটবল মহলে । অনেকেই এই কথা হেসে উড়িয়ে দিয়েছেন। আবার অনেকেই রেগে গিয়েছেন স্টিফেনের এই মন্তব্যে । তবে এই নিয়ে এখনো পর্যন্ত সুমিত তরফে কিছুই জানা যায়নি। সামনের মাস থেকেই শুরু হচ্ছে সুপার কাপ। সুপার কাপের পরই ছাঁটাই হবেন স্টিফেন। ইতিমধ্যেই লগ্নিকারী সংস্থা ইমামির পক্ষ থেকে এই খবর জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় কোচ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ওড়িশা এফসি-র প্রাক্তন কোচ জোসেফ গাম্বাউ।

আরও পড়ুন: সরছেন স্টিফেন, বোর্ড মিটিং-এ সিদ্ধান্ত ইমামি ইস্টবেঙ্গলের

আইএসএল-এ দলের খারাপ পারফরম্যান্স জন্য বারে বারে সমালোচনার মুখে পড়তে হয়েছে স্টিফেনকে। মরশুমের শুরুতে সমর্থকরা তাকে ভরসা করলেও সময়ের সাথে বদলেছে পরিস্থিতি। গতবারের মতো এবার ও আইএসএলে ধরাশায়ী হয়েছে ইস্টবেঙ্গল। লিগের একেবারে তলানিতে থেকেই শেষ করেছে নিজেদের অভিযান। যা দেখে ক্ষোভে ফুঁসছে সমর্থকরা। সুপার কাপের পরেই তাঁকে দল থেকে ছেটে ফেলার কথা জানিয়ে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন স্টিফেন কনস্ট্যানটাইন।

আরও পড়ুন: 'ATK-এর মতো দল চাই', ইমামি অফিসের সামনে বিক্ষোভ ইস্টবেঙ্গল সমর্থকদের

বৃহস্পতিবার ইমামি হাউসে বৈঠকে বসেছিলেন ক্লাব কর্তা ও ইমামি কর্তারা। শনিবার ফের বৈঠকে বসবে দুই পক্ষই। সেখানেই ঠিক হবে পরের মরশুমে কীভাবে দল গঠন করবে ইস্টবেঙ্গল। কোচ কে হবেন। এই মিটিং হবে ইস্টবেঙ্গল ক্লাবেই। বৃহস্পতিবারের বৈঠকে দলের বাজেট বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যদিও ঠিক কত টাকা বাড়ানো হবে তা এখনও জানানো হয়নি।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement