Advertisement

Sunil Chhetri: বহু বছর পর মোহনবাগানে আসছেন সুনীল ছেত্রী, কেন?

এবার মোহনবাগানে (Mohun Bagan) আসছেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তবে খেলতে নয়, গত কয়েকমাস ধরে ভারতীয় ফুটবল দলের জার্সিতে ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল কাপ এমনকি বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টও জিতে নিয়েছে ভারতীয় ফুটবল দল। যা দেখে দারুণ খুশি ভারতীয় ফুটবলপ্রেমীরা। পরপর টুর্নামেন্ট জেতায়, ভারতের র্যা ঙ্কিং এখন ৯৯।

সুনীল ছেত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2023,
  • अपडेटेड 5:19 PM IST

এবার মোহনবাগানে (Mohun Bagan) আসছেন ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তবে খেলতে নয়, গত কয়েকমাস ধরে ভারতীয় ফুটবল দলের জার্সিতে ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল কাপ এমনকি বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টও জিতে নিয়েছে ভারতীয় ফুটবল দল। যা দেখে দারুণ খুশি ভারতীয় ফুটবলপ্রেমীরা। পরপর টুর্নামেন্ট জেতায়, ভারতের র্যা ঙ্কিং এখন ৯৯।


ভারতীয় দলের হয়ে খেলার পর, এবার ক্লাব ফুটবল খেলতে নামছেন সুনীল। তবে তার আগেই কলকাতায় পা রাখছেন ভারতীয় ফুটবলের আইকন। তবে বল পায়ে মাঠে খেলার জন্য নয়। এবারের মোহনবাগান দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে সুনীলের। কেরিয়ারের শুরু দিকে মোহনবাগানে সই করেছিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। সাধারণভাবে ২৯ জুলাই মোহনবাগান দিবস পালন করা হলেও, এই বছর মহরম থাকায়, ৩০ জুলাইও মোহনবাগান দিবসের অনুষ্ঠান চলবে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, এবারে প্রকাশিত হতে চলেছে সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘অজানা বাবলু’। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন সুব্রত ভট্টাচার্যের জামাই সুনীল। 


এবার মোহনবাগান দিবসে থাকছে নানা ধরণের অনুষ্ঠান। সেকথা অনেক আগেই ঘোষণা করা হয়েছিল সবুজ-মেরুন কর্তাদের তরফ থেকে। তাদের বক্তব্য অনুযায়ী আগামী ২৯ জুলাই মোহনবাগান মাঠে অনুষ্ঠিত হবে দলের প্রাক্তন ফুটবলারদের নিয়ে একটি প্রদশর্নী ম্যাচ। দ্বিতীয় দিন মোহনবাগান রত্ন প্রদান করার পাশাপাশি থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এবার মোহনবাগান রত্ন প্রদান করা হবে ময়দানের প্রাক্তন তারকা গৌতম সরকারকে। তবে ২৯ জুলাই শুধুমাত্র প্রদর্শনী ফুটবল ম্যাচই নয়, থাকছে আরেকটি চমক।


আসলে সেইদিন বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটের মাথায় ক্লাব তাঁবুতে ময়দানের আরেক কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্যের আত্মজীবনী ‘ষোলআনা বাবলুর’ উদ্বোধন হবে। এই বই উদ্বোধন করবেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সেজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সবুজ-মেরুনের অন্দরে। যতদূর জানা গিয়েছে, বিকেলে কিছুক্ষণ ক্লাবে থেকে রাতেই শহর ছেড়ে বেঙ্গালুরু উড়ে যাবেন সুনীল। 
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement