Advertisement

Suryakumar Yadav: টিম ইন্ডিয়ার তারকা কিনলেন এই বিশেষ গাড়ি! রয়েছে ধোনি-কানেকশন

ভারতে এই গাড়ির দাম ছয় লক্ষ টাকা থেকে শুরু হয়। তবে শুধু 'ডোঙ্গা' নয় সূর্যকুমার যাদব এর কাছে রয়েছে রেঞ্জ রোভার ইভোকও যার দাম ভারতে ৬৪ লক্ষ টাকা। এর আগে ডোঙ্গা গাড়ি কিনেছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর সেই গাড়ির ছবিও ভাইরাল হয়েছিল। ফের একবার ভারতে এই গাড়ি নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছে। আর তার মধ্যেই ভারতীয় দলের নয়া তারকা সূর্যকুমার কিনে ফেললেন ডোঙ্গা। 

নতুন গাড়ি ডোঙ্গার সঙ্গে সূর্যকুমারনতুন গাড়ি ডোঙ্গার সঙ্গে সূর্যকুমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2022,
  • अपडेटेड 2:24 PM IST
  • ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন সূর্যকুমার যাদব
  • এমএস ধোনিরও একই ধরনের গাড়ি রয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী মাসে শুরু হতে চলা নতুন সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন টিম ইন্ডিয়া অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সহ ভারতের সমস্ত ক্রিকেটার। আহমেদাবাদের পৌঁছে গিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) নতুন তারকা সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এর মাঝেই একটি নতুন গাড়ি কিনে ফেললেন তিনি। সেই গাড়ির ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শেয়ার করেছেন সূর্যকুমার। নিশানের ডোঙ্গা গাড়ি কিনেছেন সূর্যকুমার। ইনস্টাগ্রামে সেই গাড়ির ছবি শেয়ার করে সূর্যকুমার লিখেছেন, 'আমার নতুন খেলনা হাল্ক। ওকে হ্যালো বলুন।' যে গাড়ি সূর্যকুমার যাদব কিনেছেন সেই গাড়ি এর আগে ভারতের সেনাবাহিনী ব্যবহার করত। নিজেদের এলাকায় টহল দেওয়ার জন্য বা অস্ত্র বহন করতে এই গাড়ি ব্যবহার করা হত। তবে এখন এর ব্যবহার বন্ধ হয়েছে। নতুন এই গাড়ি বাজারে আসতেই অনেকেই কিনছেন।

বিলাসবহুল গাড়ি রয়েছে সূর্যকুমারের কাছে  
ভারতে এই গাড়ির দাম ছয় লক্ষ টাকা থেকে শুরু হয়। তবে শুধু 'ডোঙ্গা' নয় সূর্যকুমার যাদব এর কাছে রয়েছে রেঞ্জ রোভার ইভোকও যার দাম ভারতে ৬৪ লক্ষ টাকা। এর আগে ডোঙ্গা গাড়ি কিনেছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তাঁর সেই গাড়ির ছবিও ভাইরাল হয়েছিল। ফের একবার ভারতে এই গাড়ি নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছে। আর তার মধ্যেই ভারতীয় দলের নয়া তারকা সূর্যকুমার কিনে ফেললেন ডোঙ্গা। 

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবেন সূর্যকুমার
সূর্যকুমার যাদব ভারতের টি২০ ও একদিনের দলের রয়েছেন। মনে করা হচ্ছে এ বছরের শেষদিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দলে রাখতে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমার যাদব রবিবার অধিনায়ক রোহিত শর্মা, ঋষভ পন্তদের সঙ্গে আহমেদাবাদ রওনা হওয়ার একটি ছবি শেয়ার করেছেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে দারুণ ক্রিকেট খেলেছেন সূর্যকুমার যাদব। সেই কারণেই ভারতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement