Advertisement

India VS Afghanistan: আফগানিস্তান সিরিজের আগে আবার ধাক্কা, চোটের জন্য ছিটকে গেলেন সূর্যকুমার

আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে দল থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব। পাশাপাশি দলে ফেরার সম্ভাবনা প্রায় নেই হার্দিক পান্ডিয়ারও। ফলে রশিদ খানদের বিরুদ্ধে নামার আগে জোড়া ধাক্কা খেল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে গোড়ালিতে চোট পেয়েছিলেন সূর্য। তাঁর এই চোট সারতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে।

সূর্যকুমার যাদব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Dec 2023,
  • अपडेटेड 8:57 PM IST

আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে দল থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব। পাশাপাশি দলে ফেরার সম্ভাবনা প্রায় নেই হার্দিক পান্ডিয়ারও। ফলে রশিদ খানদের বিরুদ্ধে নামার আগে জোড়া ধাক্কা খেল টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে গোড়ালিতে চোট পেয়েছিলেন সূর্য। তাঁর এই চোট সারতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলেই মনে করা হচ্ছে।

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বোর্ডের এক কর্তা বলেন, 'জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (NCA)-তে রিহ্যাব করছে সূর্য। তিন সপ্তাহ পরে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ শুরু হবে। সেই সিরিজে খেলতে পারবেন না তিনি।' তবে আইপিএল-এর আগে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে দেখা যেতে পারে তাঁকে। এমনটাও শোনা যাচ্ছে। এই বছরেই টি২০ বিশ্বকাপ খেলতে যাবে ভারতীয় দল। এমন অবস্থায় দুই তারকা ক্রিকেটারের চোট সমস্যায় ফেলতে পারে টিম ইন্ডিয়াকে।

একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলার সময়ই চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এখনও তিনি ফিট হতে পারেননি। সূত্রের খবর, হার্দিক আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ তো বটেই, আইপিএল থেকেও ছিটকে যেতে পারেন। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'এখনও পর্যন্ত হার্দিকের ফিটনেস স্ট্যাটাস সম্পর্কে কোন আপডেট আমাদের কাছে নেই। আইপিএল শেষ হওয়ার আগে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়েও একটা বড় প্রশ্ন চিহ্ন রয়েছে।' যদি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে হার্দিক খেলতে না পারেন তা হলে ফের রোহিত শর্মাকেই নেতৃত্বে ফেরানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ থেকে অব্যহতি চেয়েছিলেন উইকেটকিপার ব্যাটার ইশান কিশান। আফগানিস্তানের বিরুদ্ধেও অনিশ্চিত তিনি। তা হলে আফগানদের টিম ইন্ডিয়ার হয়ে উইকেট কিপিং করবেন কে? মনে করা হচ্ছে হিতেশ শর্মাকে এই সিরিজে উইকেটের পেছনে দেখা যেতে পারে এই সিরিজে। প্রসঙ্গত, মানসিক সমস্যার মধ্যে থাকায় ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিয়েছেন ইশান। বিসিসিআই-এর কর্তা জানান, 'বিসিসিআই একজন খেলোয়াড়ের গোপনীয়তাকে সম্মান করে। ফলে কেউই ইশানকে জিজ্ঞাসা করবে না কেন সে টেস্টে খেলছে না। রাহুলকে একবার টেস্টে কিপার হিসেবে ঘোষণা করা হতে পারে।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement