Advertisement

T20 World Cup Champion Team India: ২৪ বলে দরকার ২৬, হারা ম্যাচ এই ৫ কৌশলে জিতিয়ে 'বাজিগর' রোহিত

২০০৭ সালের পর ২০২৪। ১৭ বছর টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। প্রথমবার ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকাকে হারানোর পেছনে দারুণভাবে কাজ করে গেল রোহিত শর্মার দুর্দান্ত ক্যাপ্টেন্সি। আসলে ঠকে শিখেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হারের পর, সাত মাসের মধ্যে ফের টি২০ বিশ্বকাপের ফাইনালে জয়। চাপ বারবার এলেও অনায়াসে সেই সময় দারুণ পারফর্ম করে তা কাটিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। আসুন দেখে নেওয়া যাক,  কোন কোন কারণে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল

চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ছবি সৌজন্যে- BCCI
Aajtak Bangla
  • বার্বেডোজ,
  • 30 Jun 2024,
  • अपडेटेड 1:19 AM IST

২০০৭ সালের পর ২০২৪। ১৭ বছর টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। প্রথমবার ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকাকে হারানোর পেছনে দারুণভাবে কাজ করে গেল রোহিত শর্মার দুর্দান্ত ক্যাপ্টেন্সি। আসলে ঠকে শিখেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন। ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হারের পর, সাত মাসের মধ্যে ফের টি২০ বিশ্বকাপের ফাইনালে জয়। চাপ বারবার এলেও অনায়াসে সেই সময় দারুণ পারফর্ম করে তা কাটিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। আসুন দেখে নেওয়া যাক,  কোন কোন কারণে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত
সাধারণভাবে টি২০ ক্রিকেটে সমস্ত দলই চেজ করা পছন্দ করে। তবে ফাইনালে বড় রান তাড়া করতে গেলে সমস্যায় পড়তে হয় অনেক ক্ষেত্রেই। ভারতীয় দলও বিভিন্ন সময় ফাইনালে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে বিপদে পড়েছে। তাই এবার আর সেই ভুল করেননি রোহিত শর্মা। পাশাপাশি এভাবে টিম ইন্ডিয়ার বোলাররা পারফর্ম করেছেন তাতে ভারতীয় দলের ক্যাপ্টেনের বিশ্বাস ছিল হার্দিক, কুলদীপদের উপর। আর সেটাই প্রমাণ করে দেখিয়েছেন তাঁরা। 

অক্ষরকে উপরে নিয়ে আসা
টিম ইন্ডিয়ার ব্যাটিং শুরুতে ভাল নয়া হলেও, সঠিক সময় প্রতিরোধ গড়ে তোলেন অক্ষর প্যাটেল। ব্যাট হাতে তাঁকে নামানোর সিদ্ধান্তটা দারুণ কাজে লেগে যায়। ডান হাতি বিরাটের সঙ্গে বাঁ হাতি অক্ষর ক্লিক করে যান। ভয়ডরহীন ক্রিকেটে কোহলির উপর যে বাড়তি চাপটা বসাতে চেয়েছিল দক্ষিণ আফ্রিকা তা হয়ে ওঠেনি। উল্টে জুটি গড়ে ভারতের রানকে জেতার মত জায়গায় নিয়ে যাওয়ার পেছনে তাঁর অবদান অনেকটাই। মাত্র ৩ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন তিনি। ৩১ বলে ৪৭ রানের ইনিংসে ছিল একটা চার ও চারটে ছক্কা।

১৬ তম ওভারে বুমরাকে নিয়ে আসা
বল করতে নেমে বুমরাকে ১৬তম ওভারে নিয়ে আসা দারুণ সিদ্ধান্ত রোহিতের। ১৮ বলে সেই সময় দরকার ছিল ২২ রান। দক্ষিণ আফ্রিকার হাতে ৫ উইকেট। এখান থেকে ম্যাচ হারার কথা নয় কোনও দলেরই। তবে হেরে বসল চোকার্স দক্ষিণ আফ্রিকা। ওভারের চতুর্থ বলে মার্কো জেনসনকে বোল্ড করে দেন বুমরা। গোটা ওভার বল করে দেন মাত্র ২ রান। এক কম রান তার উপর শেষ স্বীকৃত ব্যাটার আউট হওয়ায় চাপ অনেকটাই বেড়ে যায় দক্ষিণ আফ্রিকার। 

Advertisement

শেষ ওভারে হার্দিকের বোলিং

ম্যাচ শেষে দেখা গেল তিন ওভার বল করে ২০ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়েছেন হার্দিক। আর শেষ ওভারেই এল দুই উইকেট। যার জেরে ১৬ রান তাড়া করতে নেমে হেরেই বসল দক্ষিণ আফ্রিকা। ভারতের অলরাউন্ডার দিলেন মাত্র আট রান। 
 
চাপের মাঝে মিলারের উইকেট নেওয়া
সূর্যকুমার যাদবের শেষ ওভারে নেওয়া দুরন্ত ক্যাচ ভারতীয় দলের জয়কে অনেকটাই নিশ্চিত করে দেয়। কারণ সেই উইকেটটা ছিল মিলারের। কিলার মিলার বলে বিশ্ব ক্রিকেটে পরিচিত এই ব্যাটারই ছিলেন দক্ষিণ আফ্রিকার শেষ ভরসা। তাঁকে তুলে নেওয়ায় ম্যাচ ভারতের হাতে চলে আসে।    
       

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement