টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) সুপার এইটে প্রথম ম্যাচে বৃহস্পতিবার খেলতে নামছে ভারতীয় দল (Team India)। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিজটাউনের আকাশে আগামী কয়েকদিন ঘন কালো মেঘ থাকবে। এছাড়া আগামী শুক্রবার অতিবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ভারত বনাম আফগানিস্তান ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কী হবে?
সুপার এইটের ম্যাচে কোনও রিজার্ভ ডে নেই। ফলে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে টুর্নামেন্টের নিয়ম অনুসারে দুটো দলকেই একটি করে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। এই পয়েন্ট ভাগ হওয়ায় সুবিধা নাও পেতে প[আরে ভারতীয় দল। তার কারণ, সুপার এইটে তাদের পরের দুই ম্যাচ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এবারের টি২০ বিশ্বকাপে অংশ নেওয়া ২০টি দলকে। চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল। প্রতিটি গ্রুপে ছিল পাঁচটি করে দল। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠে আসে সুপার এইটে। ফের আটটি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে। সেই দুই গ্রুপ থেকে দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ফলে ভারত-আফগানিস্তান ম্যাচ ভেস্তে গেলে আসলে সমস্যাই হবে টিম ইন্ডিয়ার।
ভারতীয় দল বেশ দাপটের সঙ্গে খেলেই সুপার এইটে উঠেছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জেতার পর, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। এরপর আমেরিকার বিরুদ্ধে কিছুটা সমস্যা হলেও জয় তুলে নেন রোহিত শর্মারা। ফ্লোরিডায় কান্সডার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলেও সুপার এইটে ওঠা আটকায়নি তাদের।
দলে পরিবর্তন করবেন রোহিতরা?
ভারত বনাম আফগানিস্তান ম্যাচে আরও বেশি স্পিনার খেলানোর সম্ভাবনা রয়েছে টিম ইন্ডিয়ার। প্রথম একাদশে সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। কারণ ক্যারিবিয়ান উইকেটে বরাবরই রিস্ট স্পিনাররা একটু বেশিই সুবিধা পেয়ে থাকেন। আর সেই কারণেই তাঁকে টিম ইন্ডিয়ায় জায়গা দেওয়া হয়েছে।