Advertisement

T2O : শেষ ম্যাচে নিউজিল্যান্ডকেই হারালেই অনন্য রেকর্ড গড়বে ভারত

শেষ ম্যাচে নিউজিল্যান্ডকেই হারালেই একটা অনন্য রেকর্ড গড়বে ভারত। পরপর দুবার ক্লিন সুইপ করলে রেকর্ডের খাতায় অনেক অদলবদল হয়ে যাবে।

ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2021,
  • अपडेटेड 4:53 PM IST
  • শেষ ম্যাচে জিতলেই রেকর্ড ভারতের
  • ক্লিন সুইপের মুখে কিউইরা
  • পরপর দুটি সিরিজ ক্লিন সুইপের সামনে

ভারত-নিউজিল্য়ান্ডের মধ্য়ে তিন টি২০ ম্যাচের সিরিজ চলছে। ইতিমধ্যেই ভারত পরপর দুটি টি২০ ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করে নিয়েছে। রবিবার সন্ধ্যায় কলকাতায় ইডেন গার্ডেনে ম্যাচ রয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলেই ভারত এক অনন্য রেকর্ড ছুঁয়ে ফেলবে।

আসলে ভারত যদি নিউজিল্যান্ডকে এই ম্যাচে হারিয়ে দেয়, তাহলে তারা নিউজিল্যান্ডকে ক্লিন সুইপের লজ্জায় ফেলবে। তাহলে এটি হবে কিউই দলকে করা ভারতের লাগাতার দ্বিতীয় টি২০ ক্লিন সুইপ। এর আগে ভারত নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্য়ান্ডকে ৫-০ তে ক্লিন সুইপ করেছিল।

২০২০ সালে নিউজিল্যান্ড সফরে ভারত ওই ৫ টি টি২০ ম্যাচ খেলেছিল। ওই টুর্নামেন্টে ভারতীয় দলের হয়ে প্রথম চারটি ম্যাচে অধিনায়কত্ব করেন বিরাট কোহলি। অন্যদিকে শেষ ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মাই।

এখনও পর্যন্ত ভারত-নিউজিল্যান্ডের মধ্যে ৬ টি সিরিজ খেলা হয়েছে। তার মধ্যে ভারত ৩ টি সিরিজ জিতেছে। বাকি ৩ টি সিরিজ হেরেছে। ঘরের মাটিতে ভারত ৩ টি সিরিজ খেলেছে। তার মধ্যে ২ টি সিরিজ জিতেছে। ভারত-নিউজিল্যান্ড পরস্পর প্রথম টি২০ সিরিজ খেলে ২০০৯ সালে। ওই সিরিজে কিউইরা জয়ী হয়।

ভারত-নিউজিল্য়ান্ডের মধ্যে ১৯টি টি২০ মোকাবিলা খেলা হয়েছে। তার মধ্যে ভারত ১০ টি ম্যাচে জিতেছে। ৯ টি ম্যাচ নিউজিল্যান্ড জয়ী হয়েছে। দু'দলের মধ্যে দুটি মোকাবিলা টাই হয়েছে। দুটি ম্যাচই ভারত সুপার ওভারে জিতে নেয়।

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement