Advertisement

Ishan Kishan: 'অবসাদ' বলে ছুটি নিয়ে দুবাইয়ে পার্টি-KBC, ঈশানের শাস্তি হচ্ছে? দ্রাবিড় বললেন...

শৃঙ্খলাভঙ্গের দায়েই কি টি২০ দলে সুযোগ পেলেন না উইকেটকিপার ব্যাটার ঈশান কিশান? নাকি নেপথ্যে অন্য কারণ? প্রশ্নটা উঠছে। উত্তর দিয়েছেন খোদ রাহুল দ্রাবিড়। তবুও এটা নিয়ে আলোচনা চলছেই। বিসিসিআই সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পারিবারিক কারণ দেখিয়ে বিশেষ অনুমতি নিয়ে ছুটি নিয়েছিলেন ঈশান কিশান। কিন্তু পরে তাঁকে দুবাইতে দেখা যায় ছুটি কাটাতে। এর মধ্যেই আবার কেবিসি-র একটি এপিসোডেও দেখা যায় ঈশান কিশানকে। আর সেটাই নাকি ভালভাবে নেননি বোর্ড কর্তারা। সেই কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

ঈশান কিষাণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jan 2024,
  • अपडेटेड 11:06 AM IST
  • ছুটি নিয়ে কেবিসিতেও গিয়েছিলেন ঈশান
  • তাঁর শাস্তি নিয়ে মুখ খুললেন দ্রাবিড়

শৃঙ্খলাভঙ্গের দায়েই কি টি২০ দলে সুযোগ পেলেন না উইকেটকিপার ব্যাটার ঈশান কিশান? নাকি নেপথ্যে অন্য কারণ? প্রশ্নটা উঠছে। উত্তর দিয়েছেন খোদ রাহুল দ্রাবিড়। তবুও এটা নিয়ে আলোচনা চলছেই। বিসিসিআই সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পারিবারিক কারণ দেখিয়ে বিশেষ অনুমতি নিয়ে ছুটি নিয়েছিলেন ঈশান কিশান। কিন্তু পরে তাঁকে দুবাইতে দেখা যায় ছুটি কাটাতে। এর মধ্যেই আবার কেবিসি-র একটি এপিসোডেও দেখা যায় ঈশান কিশানকে। আর সেটাই নাকি ভালভাবে নেননি বোর্ড কর্তারা। সেই কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে।

কী বললেন দ্রাবিড়?
দ্রাবিড় যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের দায়ে এমনটা করা হয়নি। ভারতীয় দলের কোচ বলেন, 'শাস্তিমূলক কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই খবরের কোনও ভিত্তি নেই। ইশান খেলতে চায়নি। দক্ষিণ আফ্রিকায় বিশ্রাম চেয়েছিল। আমরা বিবেচনা করে ছুটি মঞ্জুর করেছিলাম। আমরা ওর পাশে রয়েছি। ইশান এখনই খেলতে চাইছে না। যখন আবার খেলতে চাইবে, তখন ঘরোয়া ক্রিকেটে খেলে জাতীয় দলে ফিরবে।' তবে এখন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে টি২০ বিশ্বকাপ দলে তাঁর ফিরে আসসা যে বেশ কঠিন হবে তা বোঝাই যাচ্ছে। 

কেবিসি-র সেটে ঈশান

দলে নেই বিরাটও
বৃহস্পতিবার থেকে টি-২০ সিরিজে মুখোমুখি হচ্ছে ভারত এবং আফগানিস্তান। মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে নেই বিরাট কোহলি। পারিবারিক কারণে তাঁকে বাড়িতে যেতে হয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচে ফিরতে পারেন বিরাট। ১৪ জানুয়ারি ভারতীয় দল দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে নামবে ইন্দোরে। আর শেষ টি২০ ম্যাচ ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে। এই দুই ম্যাচে দেখা যাবে বিরাটকে।

ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
প্রথম টি-টোয়েন্টি: ১১ জানুয়ারি, মোহালি, সন্ধ্যা ৭টা থেকে 
দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৪ জানুয়ারি, ইন্দোর, সন্ধ্যা ৭ টার পর থেকে 
তৃতীয় টি-টোয়েন্টি: ১৭ জানুয়ারি, বেঙ্গালুরু, সন্ধ্যা ৭টা থেকে

Advertisement


আফগানিস্তান সিরিজের জন্য ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement