Advertisement

Team India ODI Challenges: নিষ্প্রভ রোহিত-রাহুল, ডেথ ওভারে ব্যর্থতা, শ্রীলঙ্কা সিরিজে ভাবনায় টিম ইন্ডিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) টি২০ সিরিজ জেতার পর টিম ইন্ডিয়া (Team India) এখন ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে। একদিনের সিরিজে দলে ফিরলেও টিম ইন্ডিয়ার চিন্তা থাকবে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) ফর্ম।

রোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Jan 2023,
  • अपडेटेड 12:16 PM IST
  • এই বছরেই বিশ্বকাপ
  • তার আগে সমস্যায় টিম ইন্ডিয়া

শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) টি২০ সিরিজ জেতার পর টিম ইন্ডিয়া (Team India) এখন ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছে। একদিনের সিরিজে দলে ফিরলেও টিম ইন্ডিয়ার চিন্তা থাকবে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) ফর্ম। এই বছরের শেষ দিকেই একদিনের বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ভারতীয় দল চাইবে সমস্ত ভুল ত্রুটি শুধরে নিতে। বিশ্বকাপের আগে মোট ৩৫টি একদিনের ম্যাচে খেলবে ভারতীয় দল। বেশ কয়েক বছরে আইসিসি পরিচালিত কোনও টুর্নামেন্টে জিততে পারেনি টিম ইন্ডিয়া।

বিশ্বকাপের আগে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ
রোহিত শর্মার ফর্ম-
চোট সারিয়ে দলে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক। তাঁর নেতৃত্বেই বিশ্বকাপ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। দলের চিন্তার কারণ রোহিত শর্মার ব্যাটিং। রোহিত শর্মা ২০২০ সালে শেষবার একদিনের ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন।

ওপেনিং জুটি নিয়ে সমস্যা- ভারতের ওপেনিং জুটি টিম ইন্ডিয়ার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। কারণ রোহিত শর্মার ফর্মের পাশাপাশি কেএল রাহুলের(KL Rahul) ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠছে। রাহুলের ধীর গতির ব্যাটিং এবং বড় মঞ্চে তাঁর ব্যর্থতা ভারতের সমস্যার কারণ হতে পারে। অন্যদিকে,  শিখর ধাওয়ানও (Shikhar Dhawan) শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে বাদ পড়েছেন। তাই কীভাবে টিম ইন্ডিয়া এই সমস্যা কাটিয়ে ওঠে, সেটাই দেখার।  

আরও পড়ুন: ভারতের মাটিতে রোহিতদের হারানোর কৌশল তৈরি অস্ট্রেলিয়ার, আসছে ৩ 'ব্রহ্মাস্ত্র'

ডেথ ওভারে প্রচুর রান খাওয়া- দীর্ঘদিন ধরে ভারতীয় দলে উদ্বেগের বিষয় ডেথ ওভার বোলিং। টি-টোয়েন্টি হোক বা একদিনের ম্যাচ, সব ক্ষেত্রেই শেষ ওভারগুলিতে প্রচুর রান দিয়ে ফেলছেন। ফলে সমস্যা বাড়ছে। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে দলে ফিরেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আর্শদীপ সিং (Arshdeep Singh), উমারান মালিকরা (Umran Malik) এই সমস্যা কাটিয়ে উঠতে পারেননি। বুমরা আসার পর, এই সমস্যার সমাধান হয় কি না সেটাই এখন দেখার। 

Advertisement

স্পিন আক্রমণ নিয়ে চিন্তা- বিশ্বকাপ শুরু হতে ১০ মাসও সময় বাকি নেই, এমন অবস্থায় স্পিন বিভাগ নিয়েও চিন্তায় ভারতীয় দল। কুলদীপ যাদব (Kuldeep Yadav), যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) সুযোগ দেওয়া হবে না কি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) জুটি এবারের বিশ্বকাপেও সুযোগ পাবেন সেটাই এখন দেখার। এমন অবস্থায় অশ্বিনকে দলে ফেরানোর দাবি আরও জোরাল হচ্ছে।

আরও পড়ুন: আবারও রোহিতদের নির্বাচক পদে চেতন, আর কারা থাকলেন?

ঋষভ পন্তের জায়গায় কে?- গত মাসেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল ঋষভ পন্তকে (Rishabh Pant)। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের তারকা উইকেটকিপার। অন্তত ৬ মাস ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁকে। তাই তাঁর বিকল্প কে হতে পারেন তাও খুঁজতে হবে টিম ইন্ডিয়াকে। কেএল রাহুলও উইকেট কিপিং করতে পারেন। তবে বিশ্বকাপের মঞ্চে আসতে পারেন সঞ্জু স্যামসন (Sanju Samson) ও ইশান কিষানও (Ishan Kishan)। 

  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement