Advertisement

Team India For England Series: শেষ ৩ টেস্টে নেই বিরাট, কারা আছেন স্কোয়াডে? দল ঘোষণা করল BCCI

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টের জন্য দল ঘোষনা করে দিল বিসিসিআই। শেষ তিন টেস্টে দলে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিয়েছেন বলে জানানো হয়েছে বিসিসিআই-ড্র পক্ষ থেকে। এক্ষেত্রেও ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। প্রথম দুই টেস্টেও একই কারণে দলে ছিলেন না বিরাট।  

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Feb 2024,
  • अपडेटेड 3:30 PM IST
  • শেষ তিন টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিসিআই
  • দলে নেই বিরাট

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্টের জন্য দল ঘোষনা করে দিল বিসিসিআই। শেষ তিন টেস্টে দলে নেই বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিয়েছেন বলে জানানো হয়েছে বিসিসিআই-ড্র পক্ষ থেকে। এক্ষেত্রেও ঠিক কী কারণে বিরাট ছুটি নিয়েছেন তা বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। প্রথম দুই টেস্টেও একই কারণে দলে ছিলেন না বিরাট।  

দলে জায়গা হল রাহুল-জাদেজার?

চোটের কারণে প্রথম টেস্টের পরেই দল থেকে বাদ পড়তে হয়েছিল রবীন্দ্র জাদেজা ও কেএল রাহুলকে। শেষ তিন টেস্টেও দুই তারকাকে ছাড়াই হয়ত খেলতে হবে টিম ইন্ডিয়াকে। যদি তাঁরা তৃতীয় টেস্টের আগে ফিট হতে পারেন তবেই দলে সুযোগ পাবেন। এই দুই ক্রিকেটার না থাকায় ভারতীয় দলের ব্যাটিং গভীরতা নিয়ে চিন্তা ছিল। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল দারুণ খেলায় সেই চাপ পড়েনি লোয়ার মিডল অর্ডার বা মিডল অর্ডারের উপর। 

১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ভারত ইংল্যান্ডের চতুর্থ ম্যাচ হবে রাঁচিতে ২৩ ফেব্রুয়ারি থেকে। আর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ধর্মশালায় ৭ মার্চ থেকে। ভারতীয় দল ইংল্যান্দের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে গেলেও দ্বিতীয় টেস্টে দারুণ ভাবে ফেরত এসেছে। ভারতের মাটিতেও আগুনের গতিতে বল করছেন জাসপ্রিত বুমরা। অন্যদিকে ৫০০ উইকেট থেকে এক কদম দূরে রবিচন্দ্রন অশ্বিন। পরের টেস্টেই তিনি এই লক্ষ্যপূরণ করে ফেলতে পারবেন বলেই আশা করছেন টিম ইন্ডিয়ার ফ্যানরা। বল হাতে তো বটেই ব্যাট হাতেও তিনি ভরসা দিচ্ছেন তিনি।   

স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), জাসপ্রিত বুমরাহ (ভাইস ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল*, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (ডব্লিউকে), কেএস ভারত (ডব্লিউকে), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement