Advertisement

India vs Australia: ১০৯-এ অলআউট, ইন্দোর টেস্টে প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল ভারত

ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্টের প্রথম দিনেই বেশ সমস্যায় ভারতীয় দল (Team India)। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় দল। প্রথম ওভারেই উইকেট হারাতে পারত টিম ইন্ডিয়া। মিশেল স্টার্কের বলে প্রথম ওভারেই আউট হতে পারতেন ভারত অধিনায়ক। ডিআরএস (DRS) নেননি অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এরপর পঞ্চম ওভারেই স্পিনার নিয়ে আসেন স্মিথ। 

একের পর এক উইকেট হারাচ্ছে ভারত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Mar 2023,
  • अपडेटेड 7:25 PM IST
  • ৭০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় ভারতীয় দল
  • ১০৯ রানে শেষ ভারতের ইনিংস

ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টেস্টের প্রথম দিনেই বেশ সমস্যায় ভারতীয় দল (Team India)। টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় দল। ১০৯ রানেই শেষ হল ভারতীয় দলের ইনিংস। প্রথম ওভারেই উইকেট হারাতে পারত টিম ইন্ডিয়া। মিশেল স্টার্কের বলে প্রথম ওভারেই আউট হতে পারতেন ভারত অধিনায়ক। ডিআরএস (DRS) নেননি অজি অধিনায়ক স্টিভ স্মিথ। এরপর পঞ্চম ওভারেই স্পিনার নিয়ে আসেন স্মিথ। 

এরপরেই সাফল্য আসতে শুরু করে অস্ট্রেলিয়ার। ম্যাচের প্রথম এক ঘণ্টার মধ্যেই অর্ধেক ক্রিকেটার প্যাভেলিয়ানে ফিরে যান। ২৭ রানের মাথায় আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। স্ট্যাম্প আউট হল তিনি। ১২ রান করে প্যাভেলিয়ানে ফিরলেন ভারতের ওপেনার। কুনহানেম্যানের বল স্পিন করার আগেই মারতে চেয়েছিলেন রোহিত। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বিপদ বাড়ান তিনি। বলের কাছে পৌঁছতে না পেরে স্ট্যাম্প হন ভারত অধিনায়ক। 

আরও পড়ুন; DRS-এ অনীহা স্মিথের, প্রথম ওভারেই দু'বার বাঁচলেন রোহিত, VIDEO

রোহিতের উইকেট হারানোর পর ২১ রান করে আউট হন আরেক ওপেনার শুভমান গিলও। অফ স্ট্যাম্পের বাইরের বল খোঁচা মেরে স্লপে থাকা স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গিল। এরপরেই নাথান লায়নের বলে আউট হলেন পূজারাও। বোল্ড হন তিনি। এরপর পাল্টা আক্রমণ করতে ফর্মে থাকা রবীন্দ্র জাদেজাকে নামিয়ে দেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। তাতেও লাভ হয়নি। মাত্র ৪ রান করে লায়নের বলে আউট হন তিনি। ব্যর্থ হয়েছেন শ্রেয়াস আইয়ারও। ফলে মাত্র ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে ভারত। 

আরও পড়ুন: জল্পনাই সত্যি! তৃতীয় টেস্টে বাদ কেএল রাহুল

এরপর বিরাট কোহলি ও ভারতের উইকেটকিপার ব্যাটার শ্রীকর ভরত ভারতের রান কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। টড মর্ফির বলে এল্বি ডাব্লিউ হন বিরাট। ২২ রান করে ফেরেন তিনি।     

Advertisement

ভারতের দল: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, এস. ভারত, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ

অস্ট্রেলিয়ার দল: ট্র্যাভিস হেড, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুসচেন, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, টি. মারফি, নাথান লিয়ন, এম. কুনহানেম্যান

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement