ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) দলের কোচ কে হবেন তা নিয়ে নানা জল্পনা চলছে অনেকদিন ধরেই। নানা নাম ভেসে এসেছে মিডিয়ায়। সোশ্যাল মিডিয়াতেও নানা জল্পনা শোনা গিয়েছে। তবে শনিবার বোর্ড (BCCI) সূত্রে জানা গেল, টি২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2024) পর ভারতীয় দলের (Team India) কোচ হচ্ছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ১০ বছর পর কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) আইপিএল (IPL) ট্রফি এনে দেওয়া টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনারকেই এবার রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিদের (Virat Kohli) কোচ করছে বিসিসিআই।
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর, গম্ভীরের সঙ্গে দীর্ঘসময় আলোচনা করতে দেখা গিয়েছিল বোর্ড সচিব জয় শাহকে (Jay Shah)। সে সময় থেকেই গুঞ্জন শুরু হয়, ভারতীয় দলের কোচ হতে পারেন গম্ভীর। বিসিসিআই নতুন কোচের জন্য আবেদন করার শেষ তারিখ ঠিক করেছিল ২৭মে। আইপিএলের মাঝেই খবর রটে যায় যে, রাহুল দ্রাবিড়ের পরে ভারতের হেড কোচের দায়িত্ব দেওয়ার জন্য বিসিসিআই একাধিক বিদেশি কোচের সঙ্গে যোগাযোগ করেছে। সেই তালিকায় নাম শোনা যাচ্ছিল রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, স্টিফেন ফ্লেমিংয়ের। যদিও বিসিসিআই সচিব জয় শাহ ছবিটা কিছুটা স্পষ্ট করে দেন। তিনি জানিয়ে দেন যে, বোর্ড কোনও অজি কোচের সঙ্গে যোগাযোগ করেনি। তিনি এও জানান যে, বিসিসিআই টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে কোনও ভারতীয়র হাতেই দায়িত্ব তুলে দিতে চায়।
আগে দ্রাবিড় বা রবি শাস্ত্রীরা যখন ভারতীয় দলের প্রধান কোচ হয়েছেন, তখন তাঁদের আবেদন জানানোর পাশাপাশি ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্যদের কাছে সাক্ষাৎকারও দিতে হয়েছে। কিন্তু বিসিসিআই সূত্রে খবর, গম্ভীরের ক্ষেত্রে সেরকম কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, বিসিসিআই কর্তারা গম্ভীরকে সর্বসম্মতিক্রমে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করতে চাইছেন। গম্ভীরকে দায়িত্ব দেওয়া নিয়ে কেউই আপত্তি জানাচ্ছেন না।
আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে কাজ করেছেন গম্ভীর। এবার কেকেআর-এর মেন্টর হিসেবেও দারুণ সাফল্য পেয়েছেন তিনি। ১০ বছর পর ফের কেকেআর-এর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে অনেকেই 'মেন্টর' গম্ভীরের অবদানের কথা বলছেন। এই কারণেই এবার জাতীয় দলের প্রধান কোচ হিসেবে গম্ভীরকে চাইছেন বিসিসিআই কর্তারা। কবে সরকারি ঘোষণা হয় সেটাই এখন দেখার।