Advertisement

India vs Australia: গিল না রাহুল কে ওপেন করবেন ? কেএল বললেন...

বর্ডার-গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফিতে বৃহস্পতিবার খেলতে নামছে ভারতীয় দল (Team India)। সেই ম্যাচে দলে কে সুযোগ পাবেন? কেএল রাহুল (KL Rahul) না কি শুভমন গিলকে (Subhman Gill) রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে দেখা যাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতের সমর্থকদের মনে।  

কেএল রাহুল ও শুভমন গিলকেএল রাহুল ও শুভমন গিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Feb 2023,
  • अपडेटेड 7:19 PM IST
  • কারা খেলবেন ঠিক করেনি টিম ইন্ডিয়া
  • ওপেন করবেন কে?

বর্ডার-গাভাস্কার (Border Gavaskar Trophy) ট্রফিতে বৃহস্পতিবার খেলতে নামছে ভারতীয় দল (Team India)। সেই ম্যাচে দলে কে সুযোগ পাবেন? কেএল রাহুল (KL Rahul) না কি শুভমন গিলকে (Subhman Gill) রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করতে দেখা যাবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতের সমর্থকদের মনে।  
  
সহ-অধিনায়ক কেএল রাহুল বলেন, 'আমরা স্পিন খেলতেও প্রস্তুত। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিরিজ এবং এটা জেতাটা গুরুত্বপূর্ণ কারণ আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে তাকিয়ে রয়েছি।  

প্রথম টেস্টে ভারতীয় দলের প্লেয়িং-১১ কী হবে সেদিকেই সকলের চোখ থাকবে। সংবাদিক সম্মেলনে কেএল রাহুল বলেন, 'শুভমান গিলের জায়গা এখনও ঠিক হয়নি, এটা কঠিন সিদ্ধান্ত।'  শুভমান গিল ক্রমাগত ভাল পারফর্ম করছেন। সেই জন্যই সকলে আশা করছে যে তিনি প্রথম ম্যাচে সুযোগ পেতে পারেন।  

আরও পড়ুন

শুভমান গিলকে নিয়েও জল্পনা ছিল যে তাঁকে খেলানো হলে তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন। এমনটা হলে, কেএল রাহুল মিডল অর্ডারে খেলতে পারেন। তবে মিডল অর্ডারে খেলতে হলেও তাঁর কোনও সমস্যা হবে না বলেই জানালেন রাহুল। তিনি বলেন, '' আমাকে যদি মিডিল অর্ডারে খেলতে বলা হয়, তবে তাতেও সমস্যা নেই।' 

নাগপুর টেস্টে কম্বিনেশন সম্পর্কে কেএল রাহুল বলেছেন, 'আমরা তিনজন স্পিনার নিয়ে খেলতে পারি। তবে প্লেয়িং-১১ এখনও ঠিক হয়নি। কারণ ম্যাচের দিন পিচ অনুযায়ী অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়, এখানে শুধু স্পিনার নয় রিভার্স সুইংও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।''  

টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক সাফ জানিয়ে দিয়েছেন প্রয়োজন হলে, ভারতীয় দল আক্রমানত্মক শট খেলতে পারে। রাহুল বলেন, ''প্রয়োজন হলে আমরা বড় শট খেলব। আক্রমণাত্মক ক্রিকেটও খেলব। আমাদের মানসিকতা সম্পূর্ণ পরিষ্কার।'' ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট ম্যাচের সিরিজ ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, এর প্রথম ম্যাচটি নাগপুরে অনুষ্ঠিত হবে।  

Advertisement
Read more!
Advertisement
Advertisement