Advertisement

Team India Victory Parade: 'হ্যাটস অফ হার্দিক' ওয়াংখেড়েতে দাঁড়িয়ে আর কী বললেন রোহিত?

বৃহস্পতিবার দেশে ফেরার পর থেকেই টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে নিয়ে উচ্ছ্বাস দেখা গিয়েছে। এয়ারপোর্টে নামার পর থেকেই বিমানবন্দরে প্রচুর সমর্থক এসেছিলেন। যা দেখে অবাক হয়ে যান বিরাট কোহলি, রোহিত শর্মারা। এখন তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যান সেখান থেকে মুম্বই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। মেরিন ড্রাইভে লক্ষাধিক মানুষ। 

বিশ্বকাপ হাতে হার্দিক
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 04 Jul 2024,
  • अपडेटेड 9:48 PM IST

বৃহস্পতিবার দেশে ফেরার পর থেকেই টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়াকে নিয়ে উচ্ছ্বাস দেখা গিয়েছে। এয়ারপোর্টে নামার পর থেকেই বিমানবন্দরে প্রচুর সমর্থক এসেছিলেন। যা দেখে অবাক হয়ে যান বিরাট কোহলি, রোহিত শর্মারা। এখন তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যান সেখান থেকে মুম্বই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। মেরিন ড্রাইভে লক্ষাধিক মানুষ। 

দলের কোচ হওয়াটা আমার জন্য সৌভাগ্যের: রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড় বলেন, 'ভারতীয় ক্রিকেট দলকে কোচিং করানো এবং তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে সাহায্য করা একটি দারুণ ব্যাপার। আমি এই পরিবেশ মিস করব। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ।'

আমি এই ভালবাসা মিস করব: দ্রাবিড়

রাহুল দ্রাবিড় ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, 'আমি এই ভালবাসা মিস করব। আজ আমরা যা দেখলাম তা আশ্চর্যজনক। মানুষ এবং ভক্তদের ভালবাসা। ভক্তরাই ক্রিকেটকে দেশের সবচেয়ে বড় খেলা বানিয়েছে।'

শেষ ওভার বল করার জন্য হার্দিককে ধন্যবাদ

গ্যালারিতে উঠল হার্দিক হার্দিক স্লোগান। শেষ ওভার বল করার জন্য হার্দিককে ধন্যবাদ জানালেন রোহিত। উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন হার্দিকও। 

দারুণ অভ্যর্থনা পেয়েছি

'ভারতে আসার পরেই দারুণ অভ্যর্থনা পেয়েছি। এটা বোঝায় কতদিন এই দেশের মানুষ এই ট্রফির অপেক্ষায় ছিলেন। এই ট্রফি শুধু আমাদের জন্য নয়, এটা গোটা দেশের।' বলে জানালেন রোহিত।

নাচতে দেখা গেল বিরাট কোহলি, রোহিত শর্মাদের

বিরাট ফ্যানদের সামনে নিয়ে গেলেন রোহিতকে। শুরু হল নাচ। যোগ দিলেন আরও অন্যান্য ক্রিকেটাররা। 

ওয়াংখেড়েতে ট্রফি হাতে হার্দিক

২ মাস আগেই ওয়াংখেড়েতে বু শুনতে হয়েছিল হার্দিককে। আর এব্বার সেই ওয়াংখেড়েতে শোনা গেল হার্দিকের নামে জয়ধ্বনি।  

Advertisement

দারুণ অভ্যর্থনা ভারতীয় দলকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলকে মুম্বইয়ের মেরিন ড্রাইভে ট্রফি মার্চে জমকালো স্বাগত জানানো হয়।

ওয়াংখেড়েতে অপেক্ষায় ফ্যানরা

বাসে করে ওয়াংখেড়ের দিকে যাচ্ছে টিম ইন্ডিয়া। স্টেডিয়ামে প্রচুর সমর্থক রোহিতদের দেখতে অপেক্ষায়। 

বাসে চড়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা

বাস এগোতে পারছে না। প্রচুর দর্শকের জেরে এগোন যাচ্ছে না বাস। কাপ নিয়ে উচ্ছ্বাস ভারতীয় ক্রিকেটারদের। 

মুম্বইয়ের ভিডিও শেয়ার করেছেন সূর্যকুমার

নরিম্যান পয়েন্টে যাওয়ার আগের ভিডিও শেয়ার করেছেন সূর্যকুমার। 

সূর্যকুমারের পোস্ট

দেখা হবে ওয়াংখেড়েতে, বললেন হার্দিক

বিজয় প্যারেডের আগে X-এ পোস্টটি শেয়ার করেছেন হার্দিক পান্ডিয়া। এতে তিনি ট্রফির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, 'শীঘ্রই দেখা হবে, ওয়াংখেড়ে।'

বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন চ্যাম্পিয়নরা 
মুম্বই বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন চ্যাম্পিয়নরা। কিছুক্ষণ পরে, সমস্ত খেলোয়াড় বাসে চড়ে বিজয় মিছিল করে যাবে। খেলোয়াড়র বিমানবন্দর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সেলফি তুলতে সমর্থকদের ভিড় জমে যায়।

টিম ইন্ডিয়া

লাখো সমর্থক ভারতীয় দলের অপেক্ষায়

মুম্বইয়ের মেরিন ড্রাইভে লাখো ভক্ত জড়ো হয়েছেন। সবই 'India India' স্লোগান দিচ্ছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও হাজার হাজার ভক্ত অপেক্ষা করছেন চ্যাম্পিয়নদের জন্য।

বৃষ্টি মাথায় নিয়েই ভরা ওয়াংখেড়ে

বৃষ্টি হচ্ছে মুম্বইয়ে। কোনও কিছুর তোয়াক্কা না করে ওয়াংখেড়ে স্টেডিয়াম ভরে গিয়েছে। ভারতীয় দলকে স্বাগত জানাতে রাস্তা জুড়ে ভিড় ভারতীয় ফ্যানদের। 

  

ওয়াংখেড়ের দরজা খুলে দিল বিসিসিআই

বিকেল চারটে থেকে ২,৩ ও ৪ নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন ফ্যানরা। 

দিল্লি এয়ারপোর্টে ভারতীয় দল

প্রধানমন্ত্রীর বাসভবন থেকে হোটেল হয়ে দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেল ভারতীয় দল। এবার মুম্বইয়ে যাবে টিম ইন্ডিয়া। 

টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী

ট্রফি হাতে নিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

রোহিতদের হাত থেকে ট্রফি হাতে নিয়ে দেখলেন প্রধানমন্ত্রী। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি কথা বলেন ক্রিকেটারদের সঙ্গে। 

 

হোটেলে ফিরছে টিম ইন্ডিয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন থেকে দিল্লির হোটেলে ফিরছে ভারতীয় দল। সঙ্গে রয়েছেন বিসিসিআই সভাপতি রজার বিনি। তিনি ভারতীয় দলের কনভয়ে সবার আগে নিজের গাড়িতে করে যাচ্ছেন। পেছনে রোহিত শর্মাদের বাস।

গোটা দেশ টিম ইন্ডিয়াকে স্বাগত জানাতে আগ্রহী: কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া
 

বার্বাডোস থেকে টিম ইন্ডিয়া ফিরে আসার পর, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডান্ডিয়া বলেন, 'আমাদের T20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে আন্তরিক স্বাগত জানাই, দেশে ফেরার পর গোটা দেশ আপনাকে স্বাগত জানাতে উদগ্রীব।'

এটা আমাদের জন্য দারুণ প্রাপ্তি বললেন রাজীব শুক্লা

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে টিম ইন্ডিয়ার দেশে ফেরা সম্পর্কে বলেছেন, 'সবাই খুশি
কারণ দক্ষিণ আফ্রিকা এবং অনেক দেশকে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা একটি বড় সাফল্য। আমি এর জন্য
সমস্ত খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই কর্মকর্তাদের কৃতিত্ব দেব। টিম ইন্ডিয়া আজ এয়ার ইন্ডিয়ার একটি
ব্যক্তিগত চাটার্ড প্লেনে ফিরে এসেছে এবং আজই মুম্বাই রওনা হবে।'

Advertisement

প্রধানমন্ত্রীর বাসভবনে ভারতীয় দল

বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রীর বাসভবন লোক কল্যাণ মার্গে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধেই টিম ইন্ডিয়ার দেখা করবেন প্রধানমন্ত্রী।
 

দিল্লিতে হোটেলের বাইরে উচ্ছ্বাস

দিল্লির আইটিসি মৌর্য হোটেলের বাইরে প্রচুর ক্রিকেট প্রেমীদের ভিড় দেখা যাচ্ছে। প্রিয় দলের এক ঝলক দেখতে এসেছেন তাঁরা। ক্রিকেট ভক্তরা টিম ইন্ডিয়ার সমর্থনে স্লোগানও দিচ্ছেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement