Advertisement

IPL-এর প্রভাব ফ্রেঞ্চ ওপেনেও, গম্ভীরের মতো সেলিব্রেশন টেনিস তারকার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPl 2023) মরশুম সবে শেষ হয়েছে। তবে তার রেশ এখনও কাটেনি। ফ্রেঞ্চ ওপেনে (French Open) খেলা টেনিস তারকারা এখনও আইপিএলের প্রভাব থেকে বেরোতে পারেনি। ছেলেদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে, আমেরিকান টেনিস তারকা টেলর ফ্রিটজ স্ট্রেট সেটে জয় পান। এরপরেই বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মতো মুখে আঙুল দিয়ে চুপ করতে বলেন। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

গৌতম গম্ভীর ও টেলর ফ্রিটজ গৌতম গম্ভীর ও টেলর ফ্রিটজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jun 2023,
  • अपडेटेड 12:19 PM IST

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPl 2023) মরশুম সবে শেষ হয়েছে। তবে তার রেশ এখনও কাটেনি। ফ্রেঞ্চ ওপেনে (French Open) খেলা টেনিস তারকারা এখনও আইপিএলের প্রভাব থেকে বেরোতে পারেনি। ছেলেদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে, আমেরিকান টেনিস তারকা টেলর ফ্রিটজ স্ট্রেট সেটে জয় পান। এরপরেই বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মতো মুখে আঙুল দিয়ে চুপ করতে বলেন। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ফ্রিটজ গম্ভীরের মতো সেলিব্রেশন করেন
এই জয়ের পরই দারুণ সেলিব্রেশনে মাতেন ২৫ বছর বয়সী এই টেনিস তারকা। মুখে আঙুল রেখে ভক্তদের দিকে ইশারা করতে দেখা গিয়েছে তাঁকে। আইপিএল চলাকালীন ঠিক একই সেলিব্রেশন করতে দেখা গিয়েছিল  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরকে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল, বিরাট কোহলির নাম নিয়ে চিৎকার করতে থাকা দর্শকদের চুপ করাতে চেয়েছিলেন গম্ভীর।আইপিএলে লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giant) দলের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। অন্যদিকে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) দলের হয়ে খেলছিলেন। লখনউ নিজের ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছিল। তখন কোহলির নাম নিয়ে চিৎকার করতে থাকে গোটা মাঠে। সেই সময়েই গৌতম গম্ভীর এই ধরণের উদযাপন করেছিলেন। তারপরে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছিল যে তখন মাঠে যারা বিরাট কোহলির নাম উচ্চারণ করছিলেন তাদের চুপ থাকতে বলেছিলেন।

আরও পড়ুন

দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের আর্থারকে হারান ফ্রিটজ
ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে আর্থার রিন্ডারকনেচের সঙ্গে টেলর ফ্রিটসের ম্যাচ চলছিল। এটি ছিল আর্থারের হোম গ্রাউন্ড, ফলে তিনি দর্শকদের কাছ থেকে বেশি সমর্থন পেয়েছিলেন। আর্থারও প্রথম সেট জেতেন ৬-২ ব্যবধানে।

কিন্তু এর পর ফ্রিটজ লড়াই করে ম্যাচে ফিরে আসেন। তার পর টানা তিন সেট ৬-৪, ৬-৩, ৬-৪ জিতে নেন। তারপরেই দর্শকদের মধ্যে তুমুল শোরগোল পড়ে যায়। তখনই মুখে হাত দিয়ে চুপ করান টেনিস তারকা টেলর ফ্রিটজ। আইপিএল বিশ্বের অন্যতম ধোনি লিগ। সেই জন্যই তার প্রভাব দেখা যাচ্ছে ফ্রেঞ্চ ওপেনেও। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement