নর্থ লন্ডন ডার্বিতে ( Chelsea vs Tottenham) ঝামেলায় জড়ালেন দুই কোচ। টটেনহামের কোচ আন্তোনিও কন্তে (Antonio Conte) ও চেলসি ম্যানেজার টমাস তুচেলের (Thomas Tuchel) মধ্যে অশান্তি বেধে যায়। একবার নয়, বারবার একে অপরের দিকে তেড়ে যেতে থাকেন দুই কোচ। যার জেরে হলুদ কার্ড দেখিয়ে দুই কোচকে শান্ত করতে হয় রেফারিকে। ২-২ ব্যবধানে ম্যাচ শেষ হতেই সৌজন্য বিনিময় করতে এগিয়ে যান দুই কোচ। আর তারপরেই শুরু হয় ঝামেলা। গিয়ে দুই কোচ রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। ঝামেলার জেরে লাল কার্ডও দেখলেন দুই কোচই।
স্টামফোর্ড ব্রিজে রবিবার চেলসি-টটেনহাম ম্যাচেও দারুণ উত্তেজনার ছিল। খেলোয়াড়েরা বারে বারে মেজাজ হারাতে থাকেন। পয়েন্ট ভাগাভাগি হতেই সেই উত্তেজনা মাত্রা ছাড়ায়। গতকাল রাত থেকেই এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ব্রেট লি, গিলক্রিস্টদের সঙ্গে পুনর্মিলন পন্টিংয়ের, পন্ত বললেন...
এগিয়ে থেকেও জিততে পারল না চেলসি
চেলসির দুটি গোলই করেছেন দলের দুই ডিফেন্ডার। ১৯ মিনিটেই এগিয়ে যায় চেলসি। কর্নার থেকে গোল করেন মার্ক কুকুরেয়া। অপর গোল কুলিবালির। অপরদিকে ৬৮ মিনিটে গোল শোধ করেন টটেনহ্যামের হযবর্গ। তাদের দ্বিতীয় গোল আসে ম্যাচের একেবারে শেষ লগ্নে। ইনজুরি টাইমের ৬ মিনিটে হ্যারিকেন গোল করে দলকে দলকে সমতা এনে দেন। আর এই গোলেই নিশ্চিত তিন পয়েন্ট হাতছাড়া হল চেলসির। আগাগোড়া প্রাধান্য রেখে খেললেও ম্যাচ জিততে পারল না তারা।
আরও পড়ুন: স্বাধীনতার ৭৫ বছর, ফিরে দেখা ভারতীয় ক্রিকেটের সেরা ১০ মুহূর্ত
ঠিক কী ঘটেছিল?
টান টান উত্তেজনার এই ম্যাচে মাঠের লড়াইয়ের মধ্যেই ঝামেলায় জড়ালেন দুই কোচ। টোটেনহ্যাম প্রথম গোল শোধ দেওয়ার পরেই শুরু হয় দুই কোচের বাকযুদ্ধ। একে অপরের দিকে তেড়ে যান তুচেল ও কন্তে। সেই সময়ই রেফারি দুই জনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন। ম্যাচ শেষে দুই কোচ হাত মেলাতে যান নিজেদের মধ্যে। তুচেল হাতটা বেশিক্ষণ চেপে রাখেন। ব্যাস কন্তে রেগে যান। শেষ পর্যন্ত দুই দলের টেকনিক্যাল টিম, প্লেয়াররাও নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন। রেফারি দুই কোচকেই লাল কার্ড দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এমন ঘটনা বিশ্ব ফুটবলে সত্যি বিরল।