দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট ম্যাচ খেলা হচ্ছে। নিউজিল্যান্ডের সামনে সফরকারী দলের অবস্থা বেশ খারাপ, প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি ২০১৭ সালের। যেখানে নিউজিল্যান্ডের ফিল্ডার টম ল্যাথাম (Tom Latham ) উপস্থিত বুদ্ধির জন্য প্রশংসিত হচ্ছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাটার ফাফ ডু প্লেসিসের (Faf du Plesis) শট খেলার আগে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা টম ল্যাথাম তাঁর অবস্থান পরিবর্তন করতে শুরু করেন এবং বল যেদিকে যাচ্ছে সেদিকে দৌড়াতে শুরু করে দেন। টম ল্যাথামও সেই ক্যাচটি সহজেই ধরেন, মিচেল স্যান্টনারের বলে নেওয়া এই ক্যাচটি সেরা ক্যাচগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়।
দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের (NZ vs SA) আবারও একে অপরের মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে এই ভিডিওটি আবারও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। টুইটারে এই ভিডিওটি শেয়ার করে বারবার টম ল্যাথামের প্রশংসা করছেন নেটিজেনরা।
টম ল্যাথাম এখন নিউজিল্যান্ড দলের অধিনায়ক, নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের চোট থাকার কারণে এই ম্যাচে খেলছেন না।সেই কারণেই ল্যাথামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ফাফ ডু প্লেসিসও আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না।
আরও পড়ুন: বুমরার রেকর্ড ভাঙার সুযোগ, দু'টি উইকেট দরকার চাহালের
আরও পড়ুন: নিলামের পর দল নিয়ে ক্ষুব্ধ কাটিচ, পদ ছাড়লেন হায়দরাবাদের সহকারী কোচ!
নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে সমস্যায় পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাঁদের প্রথম ইনিংস শেষ হয়েছিল মাত্র ৯৫ রানে। একাই সাত উইকেট তুলে নেন ম্যাট হেনরি (Matt Henry)। তাঁর দাপটে মাথা তুলে দাঁড়াতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটার। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪৮২ রানের পাহাড় গড়ে তুলেছে। দ্বিতীয় ইনিংসেও ৩৪ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।