Advertisement

Trisha Mallick Dadagiri: দাদাগিরিতে সৌরভের সঙ্গে ফুটবল খেললেন ইস্টবেঙ্গলের তৃষা, দেখুন VIDEO

এবার দাদাগিরির সেটে ইস্টবেঙ্গল ক্যাপ্টেন তৃষা মল্লিক (Trisha Mallick)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে সেটের মধ্যেই ফুটবল খেললেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা মহিলা ফুটবলার। তৃষাকে সামনে পেয়ে নিজের ছোটবেলার ফুটবল স্কিল আরও একবার ক্যামেরার সামনে ঝালিয়ে নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভও। ২৭ জানুয়ারি দেখানো হবে এই এপিসোড।

তৃষা মল্লিক ও সৌরভ গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jan 2024,
  • अपडेटेड 12:35 PM IST
  • দাদাগিরিতে ইস্টবেঙ্গল ক্যাপ্টেন তৃষা
  • সৌরভের সঙ্গে ফুটবল খেললেন তৃষা

এবার দাদাগিরির সেটে ইস্টবেঙ্গল ক্যাপ্টেন তৃষা মল্লিক (Trisha Mallick)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে সেটের মধ্যেই ফুটবল খেললেন সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা মহিলা ফুটবলার। তৃষাকে সামনে পেয়ে নিজের ছোটবেলার ফুটবল স্কিল আরও একবার ক্যামেরার সামনে ঝালিয়ে নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন সৌরভও। ২৭ জানুয়ারি দেখানো হবে এই এপিসোড।

ছোটবেলায় ক্রিকেট নয়, ফুটবল ছিল সৌরভের প্রথম ভালবাসা। চুটিয়ে ফুটবল খেলেছেন সেই সময়। পরে যদিও দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে দেখে ক্রিকেট খেলতে শুরু করেন। সুযোগ পেলে এখনও মাঠে নেমে ফুটবল খেলেন তিনি। আর এবার তৃষাকে সামনে পেয়ে বল জাগলিং করতে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করেছেন তৃষার মা সোমা মল্লিক। bangla.aajtak.in কথা বলেছিল তাঁর সঙ্গে। ফোনে উচ্ছ্বসিত সোমা বলেন, 'এটা তো নিঃসন্দেহে বিরাট একটা ব্যাপার। সারা জীবনে এমন ঘটনা আর দেখতে পাব কিনা জানি না। আমিও ছিলাম শ্যুটিং-এর সময়। দারুণ লেগেছে।'  

দারিদ্রের সঙ্গে লড়াই করে উঠে আসা দত্তপুকুরের তৃষা জিতেছেন কন্যাশ্রী কাপ। তাও আবার ইস্টবেঙ্গলের (East Bengal) মতো বড় দলের জার্সিতে। সেখানেই থেমে থাকতে নারাজ লাল-হলুদের ক্যাপ্টেন। খেলছেন ইন্ডিয়ান ওমেন লিগ। তবে স্বপ্ন ভারতের হয়ে খেলা। সে কাজ করতে হলে অনেকটা পথ যেতে হবে তৃষাকে। সৌরভের মতোই স্কুল থেকেই ফুটবলের প্রতি ঝোঁক ছিল তৃষার। পাড়ার ছেলেদের সঙ্গেই নেমে পড়তেন মাঠে। জুটত মায়ের বকাও। তবুও দমে যাননি তৃষা। এরপর স্কুল দলের হয়ে খেলার সুযোগ চলে আসে। সেইটা সুযোগ ছাড়তে চাননি তিনি। মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করেন তিনি।

পরে যদিও ইস্টবেঙ্গলে এসে সাইড ব্যাক হিসেবে খেলতে দেখা যায় তাঁকে। লাল-হলুদ টিম ম্যানেজমেন্টও তাঁর দুই পায়েই সমান স্কিল দেখে মুগ্ধ। আর এবার দাদাগিরির সেটে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ক্যাপ্টেন সৌরভকেও মুগ্ধ করলেন তৃষা।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement