Advertisement

বিশ্বকাপ জিতে 'কালা চশমা' গানে নাচ শেফালি-রিচাদের, VIRAL VIDEO

ইংল্যান্ডকে (India vs England) সাত উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে (U-19 Women's World Cup T20)   চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। প্রথমবার অনুষ্ঠিত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাই এই বিশ্বকাপ জয় একেবারে স্পেশাল। দারুণ ভাবে এই জয় সেলিব্রেট করল ভারতের মহিলা দল। 'কালা চশমা' (Kala Chasma) গানে নাচতে দেখা গেল তাঁদের। 

কালা চশমা গানে নাচ ভারতের মহিলা দলেরকালা চশমা গানে নাচ ভারতের মহিলা দলের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2023,
  • अपडेटेड 3:46 PM IST

ইংল্যান্ডকে (India vs England) সাত উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে (U-19 Women's World Cup T20)   চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। প্রথমবার অনুষ্ঠিত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাই এই বিশ্বকাপ জয় একেবারে স্পেশাল। দারুণ ভাবে এই জয় সেলিব্রেট করল ভারতের মহিলা দল। 'কালা চশমা' (Kala Chasma) গানে নাচতে দেখা গেল তাঁদের। 


কালা চশমা গানে নাচ করেছিলেন শিখর ধাওয়ানরা
শিখর ধাওয়ানরা (Shikhar Dhawan) যে ভাবে এই গানে নেচেছিলেন, সেই ভাবে নয়, একেবারে অন্য ভাবে 'কালা চশমা' গানে নাচতে দেখা গেল শেফালি ভর্মাদের (Shafali Verma)। জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জেতার পর এই গানে নেচেছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সেই ভিডিও ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে যায়। সেই ম্যাচ জয় আরও স্পেশাল। কারণ, সেই ম্যাচে জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল (Subhman Gill)। ১৩০ রানের ইনিংস খেলেন তিনি। 

আরও পড়ুন: দঃ আফ্রিকাতেই বিশ্বকাপ জয়, ধোনিদের রেকর্ড ছুঁলেন শেফালিরা
হংকং দলও এই গানে নেচেছিল

এর পর এশিয়া কাপে যোগ্যতা অর্জন করার পরে সাজঘরে হংকং-এর (Hong Kong) ক্রিকেটাররা এই 'কালা চশমা' গানে নাচতে থাকেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল।

আরও পড়ুন

 


বিরাট অঙ্কের টাকা দেবে বিসিসিআই
অনূর্ধ্ব-১৯ টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন মহিলা দলের জন্য বিরাট পুরস্কার ঘোষণা করল বিসিসিআই (BCCI)। গোটা দল ও সাপোর্ট স্টাফদের পাঁচ কোটি টাকা পুরস্কার দিতে চলেছে ভারতীয় বোর্ড। মেয়েদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)।

টিম ইন্ডিয়ার জয়ের পর, বিসিসিআই খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য মোট পাঁচ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে। বিসিসিআই সচিব জয় শাহ (Jay Shah) এ কথা ট্যুইট করে জানিয়েছেন। বিসিসিআই সচিব জয় ট্যুইটে লিখেছেন, 'ভারতে মহিলা ক্রিকেট দারুণ জায়গায় রয়েছে। বিশ্বকাপ জয় মহিলাদের ক্রিকেটের মর্যাদাকে অনেক ওপরে তুলে ধরেছে। আমি পুরো দল এবং সাপোর্ট স্টাফদের জন্য ৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করছি।' 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement