ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) 2022-এর শেষ লিগ ম্যাচে পঞ্জাব কিংস (PBKS) সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) পাঁচ উইকেটে হারিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা এই ম্যাচে, সমস্ত চোখ ছিল উমরান মালিকের (Umran Malik) দিকে, যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি নির্বাচনে নির্বাচিত হয়েছেন। উমরান, প্রত্যাশা পূরণ করেন। এবং এই ম্যাচেও তাঁর আগুন ঝড়ান বোলিং ব্যাটারদের সমস্যায় ফেলে।
এ সময় উমরানের একটি বল পঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের শরীরে লাগে। পুরো ঘটনাটি ঘটেছে ইনিংসের সপ্তম ওভারে। ওই ওভারে উমরান, শাহরুখ খানকে আউট করেন। এরপর ক্রিজে আসেন মায়াঙ্ক। মায়াঙ্ককে উমরান একটি শর্ট পিচ বাউন্স দিয়ে স্বাগত জানান, যা পঞ্জাব অধিনায়ক বুঝতে পারেননি এবং বল তার পাঁজরে আঘাত করে। মায়াঙ্ক সেই বলে লেগ বাই এক রান নেন, কিন্তু তার পরেই মাটিতে শুয়ে পড়েন।
পরে ফিজিওর চিকিৎসার পর মায়াঙ্ক উঠে দাঁড়াতে সক্ষম হন। তবে চোটের পর মায়াঙ্কের আত্মবিশ্বাস ভেঙে যায় এবং পরের ওভারে বড় শট মারার চেষ্টায় জগদীশা সুচিথের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দেন। চার বল খেলে মোট এক রান করে আউট হন মায়াঙ্ক আগরওয়াল।
সহজেই ম্যাচ জেতে পঞ্জাব
ম্যাচের কথা বললে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০ ওভারে আট উইকেটে ১৫৭ রান করে। অভিষেক শর্মা ৪৩ রান এবং রোমারিও শেফার্ড অপরাজিত ২৬ রান করেন। হরপ্রীত ব্রার এবং নাথান এলিস পঞ্জাব কিংসের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন।
আরও পড়ুন: বাবা হলেন SRH ক্যাপ্টেন উইলিয়মসন, পোস্ট করলেন ছেলের ছবি
আরও পড়ুন: IPL-পারফর্ম্যান্স দারুণ, তবু ভারতীয় দলে জায়গা হল না ৩ প্লেয়ারের
জবাবে পঞ্জাব কিংস ২৯ বল বাকি থাকতে ১৬০ রান করে লক্ষ্য অর্জন করে। লিয়াম লিভিংস্টোন অপরাজিত ৪৯ এবং শিখর ধাওয়ান ৩৯ রান করেন। সানরাইজার্সের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট পান ফজলহক ফারুকী।