বন্ধু বিশ্বকাপ (FIFA World Cup 2022) জিতেছেন। তিনি পারেননি। তবুও বন্ধুর আনন্দে দারুণ আনন্দিত লুইস সুয়ারেজ (Luis Suarez)। আর তাঁর বন্ধু অবশ্যই লিওনেল মেসি (Lionel Messi)। কাতার থেকে ফেরার পর আর্জেন্টিনার (Atgentina) বিশ্বকাপ জয়ী তারকা মেসির সঙ্গে দেখা করলেন সুয়ারেজ। সপরিবারে বন্ধু মেসির বাড়িতে উরুগুয়ান তারকা। এটাই ছিল দুই তারকার শেষ বিশ্বকাপ। যদিও এখনও অবসর নেননি কেউই।
গত রবিবার ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা। ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতে দেশে ফিরে উৎসবে ডুবে রয়েছেন লিওনেল মেসিরা। বন্ধু মেসির সঙ্গে বিশ্বকাপ জয়ের মুহূর্ত ভাগ করে নিতে এবং ক্রিসমাস উদযাপন করতে সপরিবারে আর্জেন্টিনায় পৌঁছে গিয়েছেন উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ।
আরও পড়ুন: চোট কাঁটায় বিদ্ধ এটিকে মোহনবাগান, নর্থ-ইস্টের বিরুদ্ধে জিততে পারবে?
বৃহস্পতিবার উরুগুয়ের তারকা নিজের প্রাইভেট জেটে বুয়েনস আইরেস পৌঁছে রওনা হন রোজারিওর উদ্দেশে। সেখানে সপরিবারে এলএম টেনের বাড়িতে গিয়ে ওঠেন সুয়ারেজ। এদিন বন্ধু সুয়ারেজের সঙ্গে নিজের একটি ছবি পোস্টও করেন লিও।
জানা গিয়েছে, এবারের ক্রিসমাসটা সুয়ারেজ ও তাঁর পরিবারের সদস্যরা মেসির বাড়িতেই কাটাবেন। বিশ্বসেরা ফুটবলারের ছেলেবেলা কেটেছে রোজারিওতেই। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে দেখা গিয়েছে, সুয়ারেজ তাঁর এক সন্তানের হাত ধরে মেসির বাড়িতে হাজির হয়েছেন। উরুগুয়ের তারকা স্ট্রাইকারের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সোফিয়া বলবি এবং তাঁদের দুই সন্তান। মেসি ও সুয়ারেজের পরিবারের মধ্যে খুব ভাল সম্পর্ক। দু’জনে যখন বার্সেলোনায় সতীর্থ ছিলেন, তখন থেকেই দুই তারকার পরিবারের মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হয়েছিল। বার্সেলোনার হয়ে ছ’টি মরশুম একসঙ্গে খেলেছেন মেসি ও সুয়ারেজ। পরবর্তী কালে দু’জন ক্লাব বদলে ফেললেও বন্ধুত্বে ছেদ পড়েনি। চলতি বছর ইবিজা দ্বীপে দুই তারকার পরিবার একসঙ্গে ছুটি কাটাতেও গিয়েছিলেন।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনাল শেষে কীভাবে মাঠে ঢুকলেন সল্ট বে? তদন্তে FIFA
ফাইনালে জেতার পর মেসি বন্ধু সুয়ারেজের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন মেসি। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আর এবার মেসির বাড়িতে সুয়ারেজকে দেখে আনন্দিত আর্জেন্টাইন ফ্যানরাও।